বাংলা হান্ট ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা সর্বত্রই শীতের আমেজ। চলতি সপ্তাহের শুরু থেকে বেশ খানিকটা পারদ পতন হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আগামী সপ্তাহে কি আরও জোরে কামড় বসাবে শীত? বৃষ্টির পূর্বাভাস আছে? রইল আগাম আপডেট।
একদিকে দুয়ারে শীত, অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরী হতে পারে। তবে এর প্রভাব শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে মূলত পড়বে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেই নিম্নচাপ তৈরী হলেও পশ্চিমবঙ্গে এর সরাসরি বা পরোক্ষ কোনও প্রভাব পড়বে না।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
আরও পড়ুন: পুলিশি চাপে স্ট্রেচারে করে থানায় ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ! অমানবিক আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট
শনিবার শহর কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা।আগামী কয়েকদিন ১৫ ডিগ্রির নিচেই তাপমাত্রা থাকবে কলকাতাতেও। তবে আগামী সোমবার নাগাদ সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। যদিও শীতের আমেজ থাকবে বিরামহীন।
আরও পড়ুন:গল্ফগ্রিন-কাণ্ডে নয়া মোড়! কাটামুণ্ডু উদ্ধারে ধৃত আত্মীয়! সম্পর্কের টানাপড়েনের জেরেই খুন?
শীতের জমজমাটি মেজাজ উত্তরবঙ্গে (North Bengal Weather)। হাড় হিম করা ঠান্ডা রয়েছে দার্জিলিং, কালিম্পঙে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা গুলির পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট রয়েছে। জারি রয়েছে সতর্কতা।