পুষ্পা জ্বরে কাবু মুকেশ খান্নাও! ‘শক্তিমান চরিত্রের জন্য…’, আল্লুর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : সপাট কথাবার্তা বলার জন্য যথেষ্ট পরিচিতি রয়েছে মুকেশ খান্নার (Mukesh Khanna)। অভিনয় ছেড়েছেন তিনি দীর্ঘদিন। যদিও শক্তিমানের জনপ্রিয়তা এখনো ভাঙিয়ে দিব্যি চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করতেও মুকেশের (Mukesh Khanna) জুড়ি মেলা ভার। এবার তিনি তুললেন ‘পুষ্পা ২’ ছবির প্রসঙ্গ। আল্লু অর্জুনকে নাকি শক্তিমান এর চরিত্রে বেশ মানাবে, এমনটাই বক্তব্য তাঁর।

পুষ্পা ২ মুগ্ধ করল মুকেশকে (Mukesh Khanna)

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি পুষ্পা ২: দ্য রুল ছবিটির রিভিউ দেন মুকেশ খান্না (Mukesh Khanna)। তিনি বলেন, একটা ছবি তো শুধু টাকা দিয়ে তৈরি হয় না। তার জন্য দরকার হয় পরিকল্পনা। পুষ্পা ২ এর ক্ষেত্রে যত টাকা বিনিয়োগ হয়েছে সবটার প্রভাব পর্দায় দেখতে পাওয়া গিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে ছবিটির ‘লার্ভার দ্যান লাইফ’ ওপেনিং দৃশ্য এবং আল্লুর পারফরম্যান্সকে ১০ এ ৮-৯ নম্বর দেন মুকেশ (Mukesh Khanna)।

Mukesh khanna praised allu arjun saying he can be shaktimaan

আল্লুর ঢালাও প্রশংসা অভিনেতার: এই প্রথম বার আল্লু অর্জুনের কোনো ছবি দেখলেন মুকেশ (Mukesh Khanna)। তবে তাঁর অভিনয় দক্ষতা, তাঁর চলন বলনে তিনি রীতিমতো মুগ্ধ। অভিনেতার ভূয়সী প্রশংসা করে মুকেশ বলেন, শক্তিমান চরিত্রে বেশ মানাবে আল্লু অর্জুনকে। ওই চরিত্রে অভিনয় করার মতো পার্সোনালিটি রয়েছে তাঁর।

আরো পড়ুন : অভিষেকের সঙ্গে বিয়ের পরের বছরই… ঐশ্বর্যকে এক রাতের জন্য পেতে কী করেছিলেন রাষ্ট্রপতি!

পুষ্পার রয়েছে নেতিবাচক দিকও: তবে সবই যে ‘ভালো ভালো’ বলেছেন মুকেশ (Mukesh Khanna), এমনটাও কিন্তু নয়। ছবিটি যেভাবে পর্দায় দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে তাতে তিনি চমকিত। কিন্তু প্রবীণ অভিনেতার প্রশ্ন, পুলিশদের নেতিবাচক হিসেবে দেখিয়ে স্মাগলারদের কেন মহৎ করা হচ্ছে? ছবির এই বিষয়টি সমাজের কাছে ভুল বার্তা প্রেরণ করছে বলেও মনে করেন মুকেশ।

আরো পড়ুন : ওয়াক! মুখে এত দুর্গন্ধ! এই অভিনেত্রীকে চুমু খাওয়ার অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি ইমরান

পাশাপাশি এই প্রসঙ্গে বলিউডকেও একহাত নিতে ছাড়েননি মুকেশ খান্না (Mukesh Khanna)। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণী পরিচালকরা ধর্মকে সম্মান করেন। অন্যদিকে বলিউডে একে অসম্মান করা হয় শুধুমাত্র বিতর্ক বাড়িয়ে লাভ তোলার জন্য’। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখে বলিউডের শিক্ষা নেওয়া উচিত বলেই মনে করেন মুকেশ খান্না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর