বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের চমকে দিচ্ছেন পাকিস্তানের (Pakistan) ক্রিকেটাররা। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। আর তারপর থেকেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই ক্রিকেটারদের মধ্যে একজন স্পিনার ও দু’জন পেসার রয়েছেন।
আচমকাই অবসর পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারদের:
প্রথমে ইমাদ ওয়াসিম অবসরের ঘোষণা করেছিলেন। তারপর পাকিস্তান (Pakistan) ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দলের তারকা পেসার মোহাম্মদ আমির। এরপর এবার এই তালিকায় যোগ হল মোহাম্মদ ইরফানের নাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন এই পেসারও। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানিয়েছেন মোহাম্মদ ইরফান। তিনি ২০১৯ সালে পাকিস্তানের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
I have decided to retirement from international cricket.I want to express my deepest gratitude to my teammates, coaches,Thank you for the love, the cheers, and the unforgettable memories.and I will continue to support and celebrate the game that has given me everything zindabad
— Mohammad Irfan (@M_IrfanOfficial) December 14, 2024
প্রসঙ্গত উল্লেখ্য যে, ৪২ বছর বয়সী মোহাম্মদ ইরফান, পাঁচ বছর আগে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে, তিনি পাকিস্তানের (Pakistan) ঘরোয়া ক্রিকেটে সক্রিয় থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাচ্ছিলেন না। এমতাবস্থায়, তিনি এখন অন্যান্য T20 লিগ বা রিটায়ার্ড ক্রিকেটারদের লিগে খেলতে পারবেন। ইরফান “এক্স” মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থদের, কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। পাশাপাশি ভালোবাসা, উৎসাহ এবং অবিস্মরণীয় স্মৃতির জন্য সবাইকে ধন্যবাদ। পাশাপাশি, আমি এই খেলাটিকে সমর্থন এবং উদযাপন করতে চাইবো, যেটি আমাকে সব কিছু দিয়েছে।”
আরও পড়ুন: এবার চিনের দর্পচূর্ণ করবে ভারত! বিরাট প্ল্যান সামনে আনল সরকার, জানলে হয়ে যাবেন “থ”
জানিয়ে রাখি যে, পাকিস্তানের (Pakistan) এই ৭ ফুট ১ ইঞ্চি লম্বা বাঁহাতি ফাস্ট বোলারকে এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হত। তিনি টেস্ট, ODI এবং T20 আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬ বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ থেকে ২০১৫-১৬ পর্যন্ত, তিনি তাঁর দলের ফাস্ট বোলিং আক্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
আরও পড়ুন: KKR-এ “এন্ট্রি” নিয়েই বিধ্বংসী হয়ে উঠলেন রাহানে! অবলীলায় করে ফেললেন ৪৩২ রান
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর উচ্চতার পাশাপাশি বলের গতি এবং সঠিক লেন্থ ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। তবে, তিনি চোটের কারণে বারংবার সমস্যার সম্মুখীন হয়েছেন। যার প্রভাব পড়েছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারেও। পেলভিক স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ২০১৫-র বিশ্বকাপ সফরেও তাঁর অভিযান ছোট হয়ে যায়। এছাড়াও তিনি শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। ২০১৭ সালে, তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।