বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন রাজ্যে কীভাবে কর্মসংস্থানে জোর দেওয়া যায় তা নিয়ে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার থেকে এই বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে আর শেষ হবে রবিবার। বেকারত্ব ঘোচাতে রাজ্য স্তরে ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থানের প্রশিক্ষণে কীভাবে উৎসাহ বাড়ানো যায় তা নিয়েই হচ্ছে এই বৈঠক।
কী নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর (Narendra Modi) এই বৈঠকে
২০৪৭ সালে ‘বিকশিত ভারত’ এর লক্ষ্য স্থির করা হয়েছে। অর্থনীতিতে জোয়ার আনতে প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি, রাজ্যে যাতে লগ্নি আরো বাড়ে তার জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্কার, আর্থিক বৃদ্ধির কেন্দ্র হিসেবে শহরগুলিকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে এই দুদিনের বৈঠকে।
রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে অলোচনায় নীতি আয়োগের কর্তারা: সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে, দেশের জন বিন্যাসকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য থেকে কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধি করার প্রশিক্ষণে কীভাবে জোর দেওয়া যায় সেটাই এই বৈঠকের মূল থিম রাখা হয়েছে। কারখানার উৎপাদন, বর্জ্য নির্ভর ব্যবসা, অপ্রচলিত বিদ্যুৎ, কৃষির পাশাপাশি অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়েও রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে আলোচনা করতে চান প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতর এবং নীতি আয়োগের কর্তারা।
আরো পড়ুন : পুষ্পা-জওয়ান সব ফেল, মুক্তির আগেই প্রথম ১০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়ে এই ভারতীয় ছবি!
আমলাদেরও যুক্ত করার চেষ্টা: পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ যোগ দিয়েছেন এই বৈঠকে। পাশাপাশি আমলাদের দক্ষতা বাড়ানোর কেন্দ্রীয় (Narendra Modi) প্রকল্প ‘মিশন কর্মযোগী’তে আমলাদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বৈঠক প্রসঙ্গে নীতি আয়োগের এক কর্তা জানিয়েছেন, দেশের জনসংখ্যায় তরুণদের হার বেশি থাকায় কারখানা এবং পরিষেবায় বেশি লাভ তোলার চেষ্টা করা হয়েছে। তবে আগামীতে জনসংখ্যায় বয়স্কদের হার বাড়বে।
বয়স্কদের জন্য অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা করা হচ্ছে। সেই সংক্রান্ত আলোচনাও বৈঠকে হবে বলে জানা গিয়েছে। ডাল এবং ভোজ্য তেলের ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতা এবং সৌরবিদ্যুতে উৎসাহ দেওয়ার জন্য পিএম সূর্য ঘর প্রকল্পে যাতে রাজ্যগুলিও বাড়তি উৎসাহ নিয়ে যোগদান করে সেই বিষয়ক আলোচনা বৈঠকে বলে খবর সূত্রের।