বাংলা হান্ট ডেস্কঃ বিরোধীরা বলে তৃণমূল আর তোলা নাকি সমার্থক শব্দ। সত্যিই কি তাই? এই নিয়ে কথা বলতে গেলে সে বিস্তর বিতর্ক। তবে এবার সামনে জলজ্যান্ত উদাহরণ। তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগে তোলপাড় বিধাননগর। ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। আর তা দিতে না পারায় দিনের আলোয় প্রোমোটারকে (Promoter) তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
ফের দিনের আলোয় তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি!
বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বিস্ফোরক স্থানীয় প্রোমোটার। অভিযোগ, তোলাবাজির ৫০ লক্ষ টাকা না পাওয়ায় প্রোমোটারকে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয়। কাউন্সিলর-ঘনিষ্ঠ দুষ্কৃতী প্রোমোটারের ওপর হামলা চালায় বলে অভিযোগ।
আক্রান্ত কিশোর হালদার নামে ওই প্রোমোটারের অভিযোগ, তোলাবাজির টাকা না দেওয়ায় কাউন্সিলর-ঘনিষ্ঠ তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। হামলার অভিযোগ উঠেছে রাজারহাট TMCP প্রেসিডেন্ট গোবিন্দর নামেও। এরপরই বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন প্রোমোটার। বর্তমানে কিশোরবাবু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।
কেবল এই প্রোমোটারই নন, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক প্রোমোটারও তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছেন। তার কথায় সেই এলাকায় আরও একাধিক জায়গায় জোরজুলুম করে কাজ নিয়েছেন এই সমরেশ চক্রবর্তী। অভিযোগ, শাসকদলের এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ করতে নারাজ। সবটাই ‘সেটিং’ তত্ত্বে।
আরও পড়ুন: চরম অরাজকতায় গর্জে উঠছে রাজনৈতিক দলগুলি! নিজের দেশেই বিরাট সঙ্কটে ইউনূস, শুরু হবে গৃহযুদ্ধ?
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। গোটা ঘটনার ভিডিও পোস্ট করে বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘Best Councillor
https://www.facebook.com/share/v/1DUxk2j488/
রাজারহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী দেখুন মানুষের কাছ থেকে কেমন করে টাকা চাইছে | পুরো তৃণমূলটাকে স্কোয়ার ফুটের পার্টিতে তৈরি করে ফেলেছে। আর আজকে টাকা দিতে না পারায় এই বাড়ির প্রোমোটার কে মেরে এরা হাসপাতালে ভর্তি করে দিয়েছে।’ যেই কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ তার সঙ্গে বাংলাহান্ট তরফে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেন নি।