বাস-ট্যাক্সি ছেড়ে বাংলাদেশের ট্রেনের মাথায় চেপে সফর করলেন ভারতীয় যুবক! দিলেন “স্পেশাল মেসেজ”

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সমাজ মাধ্যমের দৌলতে হামেশাই ভাইরাল (Viral) ভিডিও কিংবা ছবি আমরা দেখতে পাই। কিন্তু এবার যে ভিডিও দেখা গেল তা দেখে চক্ষু চড়ক গাছ নেট জনতাদের। বাংলাদেশে গিয়ে একেবারে ট্রেনের মাথায় চড়ে সফর করলেন এক যুবক। ভারতীয় যুবকের এহেন কান্ডে অবাক তো সকলেই। ভেসে এসেছে একাধিক মন্তব্য। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। ঠিক কি করেছেন এই যুবক চলুন দেখে নিই।

বাংলাদেশের ট্রেনের মাথায় চড়ে সফর ভাইরাল (Viral) ভিডিও:

অনেক সময় অনেকেই ভিডিওতে লাইকস পাওয়ার চক্করে বিভিন্ন রকমের দুঃসাহসিক কাজ করে থাকেন। কাউকে দেখা যায় বাসের উপর হাঁটতে, আবার কাউকে দেখা যায় বাইক নিয়ে বিভিন্ন রকমের কায়দা করতে। তবে এই যুবক তো বিরাট সাহসী। তাই তো একেবারে ট্রেনের ছাদে উঠে পড়েছেন। ভাইরাল (Viral) ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি ট্রেন ছুটে যাচ্ছে রেললাইনের উপর দিয়ে এবং চারিদিকে শুধু ফাঁকা রাস্তা। তার উপর দিয়ে হুহু করে ছুটে যাচ্ছে ট্রেন। আর সেই ট্রেনের একেবারে সামনে অংশেই শুয়ে রয়েছেন এক যুবক। কোনো ক্রমে ট্রেনের একফালি অংশ ধরে রেখেছেন এক হাতে এবং আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করছেন তিনি।

হাতে ফোন নিয়ে ভিডিও করছেন যুবক: ভাইরাল (Viral) ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, “বন্ধুরা আমি এখন সফর করছি বাংলাদেশের ট্রেনের ইঞ্জিনের ছাদের উপর।” এরপর তিনি মোবাইল নিয়ে সামনের দিকে দেখাচ্ছেন বিষয়টি কতটা ভয়ানক। তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন, “আপনারা কেউই এমন কাজ করবেন না। অনেক ঝুঁকি নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি।” ঠিক এটা বলে ভিডিওটি শেষ করেন তিনি। সমাজ মাধ্যমে এই ভিডিওই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।

আরও পড়ুনঃ কাঁসর-ঘন্টা নয়, বাঁশির সুরে তুষ্ট হন মা! ভোগে থাকে ইলিশ, চমকে দেবে হুগলির “সবুজ কালী”-র অলৌকিক কাহিনি

ভিডিওটি পোস্ট করা হয়েছে, “রাহুল বাবা কি মাস্তি” এই অ্যাকাউন্টের নাম থেকে। যিনি ভিডিওটি পোস্ট করেছেন তিনি হচ্ছেন একজন ভারতীয় ব্লগার। ইতিমধ্যেই তার এই ভিডিও দর্শকের সংখ্যা প্রায় ১৯ মিলিয়ন ছুঁই ছুঁই। সেই সাথে ভিডিওতে লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে। এই ভিডিওতে কেউ মন্তব্য করেছেন “কেন সিট পাওয়া যায়নি”, আবার কেউ মন্তব্য করেছেন “আজকেও টিকিট নেননি কবে যে শুধরাবেন?” বলে হাসির রোল উঠেছে সমাজ মাধ্যমে। আবার কেউ এই এই নিয়ে বলেছেন, “ভারতীয় রেল এই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন।” অর্থাৎ ভাইরাল (Viral) ভিডিওটি যে মানুষের মধ্যে বেশ প্রভাব ফেলেছে তা বোঝাই যাচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট

আরও পড়ুনঃ ভারতকে চাপে ফেলাই লক্ষ্য? পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করছে বাংলাদেশ, দিতে চলেছে এই বিশেষ সুবিধা

তবে আপনাদের জানিয়ে রাখি, ভিডিও করার চক্করে এমন দুঃসাহসিক কাজ না ঘটানোই ভালো। কারণ এতে করে জীবন হানির ঘটনা কয়েকগুণ বেড়ে যায়। তাই ভুলেও এমন ভাইরাল (Viral) ভিডিও দেখে আপনারাও এমন কাজ করার ভুল করবেন না।

(এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর