এই বয়সেই এত বান্ধবী! ‘চ্যাম্পিয়ন’ ইউভানের কীর্তিতে গর্বিত রাজ-শুভশ্রী

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে স্টারকিডদের কথা উঠলেই যে নামটা সবার প্রথমে আসবে তা হল ইউভান (Yuvaan)। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে তথা জুটির নয়নের মণি সে। সেই সঙ্গে নেটিজেনরাও চোখে হারায় ইউভানকে। আসলে জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সেই ছোট্ট ইউভান (Yuvaan) দেখতে দেখতে ৪ বছরের হয়ে গেল। এই বয়সেই মহিলা মহলে তার ক্রেজ দেখার মতো।

মহিলা মহলে জনপ্রিয়তা শীর্ষে ইউভান (Yuvaan)

বর্তমানে কলকাতার নামজাদা হেরিটেজ স্কুলে পড়ছে ইউভান (Yuvaan)। সেখানেই সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল স্পোর্টস ডে। অংশগ্রহণ করে মেডেলও জিতেছে ছোট্ট ইউভান। তবে তার জনপ্রিয়তা দেখা গেল শুভশ্রীর বান্ধবী পৌলমীর শেয়ার করা ছবিতে। গলায় মেডেল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে ইউভান (Yuvaan)। তার চারপাশে ঘিরে রয়েছে বান্ধবীরা। ছবিটা শেয়ার করে পৌলমী লিখেছেন, ‘দেখো কে মেয়েদের মধ্যে জনপ্রিয়’।

Little yuvaan is famous among girls in this age

কী লিখলেন রাজ: ইউভানের (Yuvaan) ছবি শেয়ার করেছেন গর্বিত বাবা রাজও। এক হাতে মেডেল ধরে, আরেক হাতে ‘থাম্বস আপ’ সাইন দেখিয়ে পোজ দিয়েছে ছোট্ট ইউভান (Yuvaan)। ছবিটি শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘সন্তান সন্তান সন্তান’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘চ্যাম্পিয়ন’।

আরো পড়ুন : থামল তবলার বোল, ICU-র লড়াই শেষে প্রয়াত কিংবদন্তি জাকির হুসেন

বড় দাদা হয়েছে ইউভান: ইউভানের (Yuvaan) জন্মের পরেই সদ্যোজাতর ছবি শেয়ার করেছিলেন রাজ। ছোট্ট ইউভানকে চোখের সামনে বড় হতে দেখেছেন নেটিজেনরা। এখন তার দায়িত্ব বেড়েছে। বড় দাদা হয়েছে ইউভান (Yuvaan)। ছোট্ট বোনকে বেশ আগলে আগলে রাখে সে।

আরো পড়ুন : কর্মক্ষেত্রে অমানুষিক চাপ, নিজের চারটে আঙুল কেটে ফেললেন যুবক….তারপরে যা হল, জানলে শিউরে উঠবেন

অন্যদিকে শুভশ্রী ইউভানের মতো ইয়ালিনীকেও নিয়ে যাচ্ছেন শুটিং সেটে। আগামীতে ‘সন্তান’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী। ফের একবার রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করতে দেখা যাবে শুভশ্রীকে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর