বাংলাহান্ট ডেস্ক : ভারতের ৩ কন্যা জায়গা করে নিলেন ফোর্বসের (Forbes) ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকায়। ফোর্বসের (Forbes) তালিকায় প্রথম ১০০ জন প্রভাবশালী নারীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার-শ অর্জন করেছেন এই কৃতিত্ব।
ফোর্বসের (Forbes) প্রভাবশালী মহিলাদের তালিকায় ভারতীয়রা
মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক পত্রিকা ফোর্বস প্রতি বছর প্রকাশ করে থাকে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন চলতি বছরের ফোর্বসের তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছেন। এই নিয়ে একটানা দুবার তিনি শীর্ষ স্থান দখল করে রাখলেন।
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হয়েছেন বিশ্বের তৃতীয় প্রভাবশালী মহিলা। ভারতের (India) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) এই তালিকায় দখল করেছেন ২৩ তম স্থান।
আরোও পড়ুন : জানুয়ারিতে মিলতে পারে সুখবর! কত শতাংশ DA বাড়বে? নববর্ষের আগেই রইল হাতেগরম হিসেব
অন্যদিকে, ভারত থেকে রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার শ রয়েছেন যথাক্রমে তালিকার ৮১ এবং ৮২ নম্বরে স্থানে। ২০১৯ সালে পূর্ণ সময়ের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন নির্মলা সীতারমণ। নির্মলার আমলেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। অন্যদিকে, এই মুহূর্তে এইচসিএল টেকনোলজির চেয়ারপার্সনের পদ সামলাচ্ছেন রোশনি (Roshni Nadar Malhotra)
বায়োকনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন কিরণ মজুমদার শ (Kiran Mazumdar-Shaw) এই মুহূর্তে দেশের অন্যতম ধনী মহিলা উদ্যোগপতি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন গত দুবছর। তবে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা আর রইলেন না বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায়।
ধারাভাষ্য চলাকালীন বুমরাহকে “বানর” বলার জের! বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ইশা