খেল খতম! এবার একসাথে বিরাট ধাক্কা পেলেন আম্বানি-আদানি, বছর শেষে সামনে এল খারাপ খবর

বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় ঝটকা খেলেন ভারতের শ্রেষ্ঠ দুই ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং গৌতম আদানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে বাদ পড়েছেন। অন্যদিকে ভারতের অন্যান্য ধনকুবেররা মোট সম্পদের পরিমাণে যথেষ্ট বৃদ্ধি ঘটিয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ভারতের শীর্ষ ২০ ধনকুবেরের মোট সম্পদ সম্মিলিতভাবে ৬৭.৩ বিলিয়ন ডলার বেড়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন শিব নাদার (১০.৮ বিলিয়ন ডলার) এবং সাবিত্রী জিন্দাল (১০.১ বিলিয়ন ডলার)।

বিরাট ধাক্কা পেলেন আম্বানি (Mukesh Amban)-আদানি:

আম্বানির কাছে ধাক্কা: এদিকে, ব্লুমবার্গ জানিয়েছে যে আদানি এবং আম্বানি (Mukesh Ambani) উভয়েই “এলিট সেন্টিবিলিয়নেয়ার্স ক্লাব”-এর বাইরে রয়েছেন। ওই তালিকায় যাঁরা উপস্থিত থাকেন তাঁদের প্রত্যেকের মোট সম্পদ হয় ১০০ বিলিয়ন ডলারের বেশি থাকে। এদিকে, রিপোর্টে বলা হয়েছে, আম্বানির ব্যক্তিগত সম্পদে ব্যাপক প্রভাব পড়েছে। কারণ, তাঁর কোম্পানির এনার্জি ও রিটেল ব্যবসা খারাপ ফলাফল সামনে এনেছে।

Mukesh Ambani and Gautam Adani got a big hit together.

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বিনিয়োগকারীরা আম্বানির (Mukesh Ambani) এই সংস্থাগুলির ক্রমবর্ধমান ঋণ এবং তাঁর সম্পদ নিয়ে উদ্বিগ্ন। জুলাইয়ে যখন আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে হয়, তখন তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১২০.৮ বিলিয়ন ডলার। কিন্তু, গত ১৩ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, তা ৯৬.৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

আরও পড়ুন: বাংলাদেশে কবে আসবে নির্বাচিত সরকার? বিজয় দিবসেই “আসল পরিকল্পনা” জানালেন ইউনূস

সমস্যার সম্মুখীন আদানিও: সামগ্রিকভাবে দেখতে গেলে এদিক থেকে বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছেন গৌতম আদানিও। তাঁর গ্রুপ সম্প্রতি আমেরিকার বিচার বিভাগের তদন্তের সম্মুখীন হয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে আদানি গ্রুপের কোম্পানিগুলির ওপর। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী, গত জুন মাসে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল ১২২.৪ বিলিয়ন ডলার। যা এখন কমে ৮২.১ বিলিয়ন ডলার হয়েছে। এর আগে হিন্ডেনবার্গ রিপোর্টের জেরেও প্রভাবিত হয়েছিল আদানি গ্রুপ।

আরও পড়ুন: একটানা দু’বার চ্যাম্পিয়ন! ফাইনাল ম্যাচে চিনকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে বাজিমাত করল ভারত

বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: জানিয়ে রাখি, ওয়ালমার্ট ওয়ালটন ব্লুমবার্গের ২০২৪ সালের সবচেয়ে ধনী পরিবারের তালিকায় ৪৩২.৪ বিলিয়ন ডলারের সম্পদের সাথে প্রথম স্থান অধিকার করেছে। এই তালিকায়, ভারতের আম্বানি পরিবার (Mukesh Ambani) এবং শাপুরজি পালোনজি মিস্ত্রি পরিবার যথাক্রমে অষ্টম এবং ২৩ তম স্থানে রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর