বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে প্রায় প্রত্যেক মানুষেরই কোনও না কোনও সমস্যা লেগে রয়েছে। জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে সুগার, প্রেশার, হাঁটু ব্যথার মতো নানান রোগে জর্জরিত মানুষের জীবন। সেসবের ওষুধ কিনতেই মাস গেলে প্রচুর টাকা খরচ হয়ে যায়। এই আবহে এবার বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এর ফলে একধাক্কায় ওষুধের খরচ অনেকখানি কমে যাবে। কারণ প্রচুর স্বল্প মূল্যে ওষুধ কিনতে পারবে রাজ্যবাসী।
সরকারের (Government of West Bengal) নয়া উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ!
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে রাজ্যবাসীর কল্যাণে বহু পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ড চালু করা থেকে শুরু করে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, একাধিক উদ্যোগ নিয়েছেন মমতা। বর্তমানে সাধারণত বড় বড় হাসপাতালগুলিতে ফেয়ার প্রাইস মেডিসিন শপ (Fair Price Medicine Shop) তথা ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে। এবার রোগীদের সুবিধার জন্য ব্লক ও গ্রামীণ হাসপাতালেও এই পরিষেবা শুরু করতে চাইছে রাজ্য।
এই বাংলায় এমন অনেকে আছেন, যারা অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারেন না। ফলে ব্লক ও গ্রামীণ হাসপাতালে যদি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়, তাহলে সুরাহা হবে বহু মানুষের। সরকারের (Government of West Bengal) এই উদ্যোগের ফলে উপকৃত হবেন অনেকে।
আরও পড়ুনঃ সংখ্যালঘুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য! হাইকোর্টের ‘এই’ বিচারপতিকে তলব সুপ্রিম কোর্টের কলেজিয়ামের
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নবান্ন (Nabanna) সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আগামী বছরের মধ্যে পশ্চিমবঙ্গের ৩৪৭টি ব্লক ও গ্রামীণ হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এই মুহূর্তে বাংলায় সব মিলিয়ে ১১৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান আছে বলে খবর। ব্লক ও গ্রামীণ হাসপাতালেও যদি ফেয়ার প্রাইস মেডিসিন শপ খোলা হয়, তাহলে একধাক্কায় সেই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যাবে। জানা যাচ্ছে, এই ন্যায্য মূল্যের দোকান থেকে ১৪০টিরও বেশি ওষুধ কিনতে পারবে সাধারণ মানুষ।
এদিকে বর্তমানে রাজ্যে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলি রয়েছে, তার বেশিরভাগই জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ, কিছু ক্ষেত্রে স্টেট জেনারেল হাসপাতাল বা মহকুমা হাসপাতাল বা কয়েকটি গ্রামীণ হাসপাতালে রয়েছে। তবে সরকারের তরফ থেকে যে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে, এর ফলে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। জানা যাচ্ছে, এই দোকানগুলি থেকে ৫০% ছাড়ে সাধারণ মানুষ ওষুধ কিনতে পারবেন। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে আবার সর্বোচ্চ ৮৬% অবধি ছাড় দেওয়া হবে বলে খবর।
সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের (Government of West Bengal) নেওয়া এই উদ্যোগ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, রাজ্যের প্রত্যেকটি ব্লক হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান হবে। এই নিয়ে শীঘ্রই টেন্ডার ডাকা হবে।