ধারাভাষ্য চলাকালীন বুমরাহকে “বানর” বলার জের! বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ইশা

বাংলা হান্ট ডেস্ক: ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ চলছে। ওই ম্যাচ চলাকালীন, মহিলা ধারাভাষ্যকার ইশা গুহ ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে এমন একটি বিবৃতি দিয়েছেন যা তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইশার বিরুদ্ধে ভারতীয় বোলারের প্রসঙ্গে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার পরে, ইশা গুহ এই বিষয়ে তাঁর নীরবতা ভেঙেছেন এবং জসপ্রীত বুমরাহর কাছে ক্ষমা চেয়েছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোমবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে, ফক্স স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময়ে ইশা গুহ বিষয়টির পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছিলেন এবং জানিয়েছিলেন যে তিনি “ভুল শব্দ” ব্যবহার করেছেন। উল্লেখ্য যে, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। একদিকে অস্ট্রেলিয়ান ব্যাটাররা রানের পাহাড় গড়লেও অন্যদিকে তাঁদের সাথে একাই লড়তে দেখা যায় বুমরাহকে।

৬ উইকেট তুলে নেন ভারতের এই তারকা ফাস্ট বোলার। এদিকে, ওই ম্যাচে বুমরাহ (Jasprit Bumrah) যখন অস্ট্রেলিয়ান ওপেনারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন, তখন ফক্স স্পোর্টসে মন্তব্যকারী ইশা গুহ তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু সেই সময়ে তিনি এমন একটি শব্দ ব্যবহার করেছিলেন যা তোলপাড় সৃষ্টি করে।

কি বলেছিলেন তিনি: বুমরাহ সম্পর্কে মন্তব্য করে, ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইশা গুহ জশপ্রীতকে (Jasprit Bumrah) “সবচেয়ে মূল্যবান প্রাইমেট” বলে অভিহিত করেনন। সোজাভাবে বলতে গেলে এই শব্দের অর্থ হল “বানর”। এমতাবস্থায় এই বিতর্কিত মন্তব্যটিকে একটি বর্ণবিদ্বেষী মন্তব্য হিসাবে দেখা হচ্ছে। পাশাপাশি, বিষয়টি সোশ্যাল মিডিয়া মারফত সামনে আসার পরেই ইশা তীব্র নিন্দার সম্মুখীন হয়েছেন।

আরও পড়ুন: খেল খতম! এবার একসাথে বিরাট ধাক্কা পেলেন আম্বানি-আদানি, বছর শেষে সামনে এল খারাপ খবর

ক্ষমা চাইলেন ইশা: এদিকে, ব্রিসবেনের গাব্বা মাঠে খেলা টেস্টের তৃতীয় দিনে, ইশা গুহ বিষয়টির পরিপ্রেক্ষিতে একটি ব্যাখ্যা দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। ফক্স স্পোর্টসে তিনি বলেন যে, “গতকাল ধারাভাষ্যে আমি এমন একটি শব্দ ব্যবহার করেছি যাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়।” আমি যেকোনও ধরণের অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।”

আরও পড়ুন: বাংলাদেশে কবে আসবে নির্বাচিত সরকার? বিজয় দিবসেই “আসল পরিকল্পনা” জানালেন ইউনূস

ইশা গুহ কে: জানিয়ে রাখি যে, ইশা গুহ একজন বিখ্যাত ইংরেজ ধারাভাষ্যকার এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টসের সাথে কাজ করছেন। তিনি ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০০৯ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলেছিলেন। ইংল্যান্ডের এই অধিনায়ক ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বাবা-মা হলেন বরুন গুহ এবং রোমা দেব। ১৯৭০-এর দশকে কলকাতা থেকে তাঁরা UK চলে যান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইশাই প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় যিনি ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর