লটারির নেশা সর্বনাশা! ভেঙে গেল কোটি টাকার জেতার স্বপ্ন, টিকিট কিনতে গিয়েই ঠাঁই শ্রীঘরে

বাংলাহান্ট ডেস্ক : লটারিতে (Lottery) পুরস্কার জিতে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেছে এমন খবর আমরা প্রায়ই শুনি। তবে তার সাথে মাত্রা দিয়ে বেড়েছে লটারি জালিয়াতি। এবার লটারির টিকিট ভাঙাতে এসে হাতেনাতে ধরা পড়ে গেলেন এক প্রতারক (Fraud)। লটারিতে কোটি টাকা জেতার বদলে সেই প্রতারকের ঠাঁই হল হাজতে।

লটারি (Lottery) টিকিট কাটতে গিয়ে জেলে

হুগলি পার ডানকুনি চৌমাথায় এলাকায় এক প্রতারকের কান্ড সাড়া ফেলে দিয়েছে চারদিকে। লটারিতে (Lottery) কোটি টাকা জেতার লোভে এই প্রতারক যা করলেন তা অনেককেই অবাক করে দিয়েছে। সূত্রের খবর, এই এলাকার এক ডিয়ার লটারি বিক্রেতা প্রতিদিনের মতো সকালবেলা দোকান খুলে বসেন টিকিট বিক্রির উদ্দেশ্যে।

police arrested

ডানকুনির (Dankuni) এই টিকিট বিক্রেতার কাছে বেলার দিকে এক ব্যক্তি আসেন ক্রেতা সেজে। তিনি বিক্রেতাকে বলেন যে তার কাছে থাকা বিজয়ী হওয়া টিকিটটি ভাঙাতে চান। ১১ হাজার টাকার সেই জেতা লটারির টিকিটের বদলে নতুন লটারি টিকিট কিনতে চান ওই ক্রেতা। তবে সেই লটারির টিকিট হাতে নিতেই জারিজুড়ি ফাঁস করে ফেলেন লটারি বিক্রেতা।

আরোও পড়ুন : ‘আমরা যতদিন আছি, এসব হতে দেব না’, ‘এক দেশ এক ভোট’ নিয়ে সাফ ‘হুঁশিয়ারি’ অভিষেকের

জানা গেছে, ওই ব্যক্তি যে লটারির টিকিট ভাঙাতে এসেছিলেন সেই টিকিটের নম্বরে অন্য একজন ইতিমধ্যেই পুরস্কার (Prize) পেয়ে গেছেন। একটি নকল লটারির টিকিট নিয়ে এসে সেটি ভাঙাতে চেষ্টা করছিলেন প্রতারক। এরপরই ঘটনা বুঝতে পেরে লটারি বিক্রেতা যোগাযোগ করেন লটারি এজেন্সির সাথে। তারপর ওই প্রতারককে তুলে দেওয়া হয় কানাইপুর ফাঁড়ির পুলিশের হাতে।

Lottery

লটারির টিকিট বিক্রেতা তারক দে জানান, আজ সকালে এক ব্যক্তি একটি লটারির টিকিট নিয়ে আসেন ভাঙানোর জন্য। এই টিকিট ভাঙিয়ে ২৫ সেমের আরও ৩ হাজার টাকার টিকিট নিতে চেয়েছিলেন ব্যক্তিটি। তবে টিকিট হাতে নিতেই বুঝতে পারি সেটি জাল। তারপর যোগাযোগ করি লটারি এজেন্সি ও পুলিশের সাথে। ওই ব্যক্তিটিকে আটক করেছে পুলিশ (Police)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর