বাংলা হান্ট ডেস্কঃ ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) নিয়ে উত্তাল গোটা দেশ। একদিকে কেন্দ্র আর একদিকে বিরোধী জোট। আগেই এই বিলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর এবার জাতীয় রাজনীতিতে উত্তপ্ত আবহেই এই বিল নিয়ে মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বৃহস্পতিবারই এক দেশ এক ভোট (One Nation One Election) প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগে বলা হয়েছিল সোমবার সংসদে এই বিল পেশ হবে। তবে তা হয়নি। ইতিমধ্যেই এই বিল নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। এরই মধ্যে এবার মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের (Trinamool Congress) নম্বর টু।
মোদী সরকারকে একহাত নিয়ে এদিন অভিষেক বলেন, “সরকার তো পাহারাদার। পাহারাদার চাইছে যাতে ২৫ দিনের পরিবর্তে ২ দিন ডিউটি করা যায়! এটা হলে সরকারের কোনও অ্য়াকাউন্টিবিলিটিই থাকবে না। তবে কেন্দ্র সরকার তাই করতে চাইছে। ওরা চাইছে মানুষের ভোটদানের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হোক।’ অভিষেকের সাফ হুঁশিয়ারি, “কেন্দ্র যতই চেষ্টা করুক না কেন, আমরা যতদিন আছি, এসব হতে দেব না।”
আরও পড়ুন: উঠেছিল ধর্ষণের অভিযোগ! মানহানির মামলা করেই বাজিমাত ট্রাম্পের, পেলেন দেড় কোটি ডলার
এই প্রসঙ্গে খোঁচা দিয়ে অভিষেক আরও বলেন, “এরা তো সংবিধানটাকেই বদলে দিতে চাইছে। ওয়ান ন্যাশন ওয়ান পলিটিক্যাল পার্টি! ওয়ান ন্যাশন ওয়ান লিডার। এরপর এরম কথা বলতে শোনা যাবে!”