তীব্র বিস্ফোরণে ঘটল ভূমিকম্প! ইজরায়েলের হামলায় বিধ্বস্ত সিরিয়া, ভিডিও ভাইরাল হতেই হইচই বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : ইজরায়েলি বিষ্ফোরণের অভিঘাতে ভূমিকম্পের পরিস্থিতি তৈরি হল সিরিয়ায় (Syria)। উপকূলীয় অঞ্চল তারতুসে আকাশপথে হামলা চালায় ইজরায়েল, যার জেরে রিখটার স্কেলে ধরা পড়েছে ৩ মাত্রার ভূমিকম্প। মনে করা হচ্ছে, ইজরায়েলের লক্ষ্য ছিল তারতুসে সিরিয় (Syria) সেনার এয়ার ডিফেন্স ইউনিট এবং সারফেস টু সারফেস মিসাইল ডিপো। বিষ্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে ভূমিকম্পের পরিস্থিতি তৈরি হয় বিস্তীর্ণ এলাকায়। তাই এই হামলাকে ‘ভূমিকম্প বোমা’ নাম দেওয়া হয়েছে।

সিরিয়ায় বিধ্বংসী হামলা সিরিয়ার (Syria)

সিরিয়ার (Syria) উপকূলীয় অঞ্চল তারতুসে চালানো হয়েছে এই বিধ্বংসী হামলা। উল্লেখ্য, সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটি রয়েছে রাশিয়ার। তার মধ্যে একটি রয়েছে তারতুসেই। এই ঘাঁটিতে একসময় গোলাবারুদ মজুত করে রাখা হত। ওই ঘাঁটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। যদিও ইসরায়েলের বক্তব্য আলাদা।

Earthquake situation in Syria due to Israel attack

কী বলছেন নেতানিয়াহু: ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, দেশের উত্তর সীমান্তে শান্তি বজায় রাখতেই এই হামলা চালানো হয়। হিজবুল্লার মতো জঙ্গিগোষ্ঠীর কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র যাতে না পৌঁছায় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সিরিয়ার (Syria) বিরুদ্ধে যুদ্ধের কোনো আগ্রহ তাঁদের নেই বলে দাবি করেছেন নেতানিয়াহু।

আরো পড়ুন : উঠেছিল ধর্ষণের অভিযোগ! মানহানির মামলা করেই বাজিমাত ট্রাম্পের, পেলেন দেড় কোটি ডলার

পালটা ক্ষোভ সিরিয়া সরকারের: সিরিয়ায় (Syria) অতি সম্প্রতি সরকার বদল হয়েছে। বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালানোর পর সিরিয়ার ক্ষমতা গিয়েছে বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা তথা আবু মহম্মদ আল-জোলানির হাতে। এই হামলাকে ‘প্ররোচনাহীন আগ্রাসন’ বলে কটাক্ষ করেছেন ততিনি তাঁর কথায়, সিরিয়া (Syria) এখন নতুন করে তৈরি হচ্ছে। এখন আর কোনো যুদ্ধ চান না তাঁরা।

আরো পড়ুন : ভারতের সাথে কমছে উত্তেজনা? “বিজয় দিবস”-এ বাংলাদেশ নিল বড় পদক্ষেপ! কলকাতায় পাঠানো হল….

প্রসঙ্গত, সিরিয়ায় (Syria) বিষ্ফোরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ধরা পড়েছে প্রচণ্ড বিষ্ফোরণের পর চতুর্দিক আলোকিত হয়ে যায়। তারপরেই যেন আকাশ ভেঙে পড়ার মতো মারাত্মক আওয়াজ। আকাশে ব্যাঙের ছাতার মতো ‘মাশরুম ক্লাউড’ও দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থল থেকে প্রায় ৮২০ কিমি দূরে তুরস্কের ইজনিক এলাকাতেও ম্যাগনেটোমিটার স্টেশনে এই বিষ্ফোরণ ধরা পড়েছে। উল্লেখ্য, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন ঘটলেই ম্যাগনেটোমিটারে তা ধরা পড়ে। অর্থাৎ এই বিষ্ফোরণের অভিঘাত যে মারাত্মক ছিল তা বোঝাই যাচ্ছে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর