বাংলা হান্ট ডেস্ক: দেশের বিভিন্ন রুটে ইতিমধ্যেই সফর শুরু করেছে ভারতীয় রেলের (Indian Railways) অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এমতাবস্থায়, যাত্রীদের এই পছন্দের বিষয়টি মাথায় রেখেই ক্রমশ বাড়ানো হচ্ছে বন্দে ভারতের সংখ্যা। ঠিক এই আবহেই রেল এবার একটি চমকপ্রদ রুটে বন্দে ভারতের স্লিপার কোচ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
বিরাট সিদ্ধান্ত রেলের (Indian Railways):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জম্মু ও কাশ্মীরে ভারতীয় রেল (Indian Railways) একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। বহু প্রতীক্ষিত উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পটি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে কাশ্মীর উপত্যকাকে রেলপথে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করার স্বপ্নপূরণ হতে চলেছে। এই সাফল্যের ওপর ভর করে, দিল্লি এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পথ পরিষ্কার হয়েছে।
কেন এই প্রকল্পটি ঐতিহাসিক: জানিয়ে রাখি যে, USBRL প্রকল্পটি ১৯৯৪-৯৫ সালে অনুমোদিত হয়েছিল। এই প্রকল্পটি ৩৮৩ কিলোমিটার দীর্ঘ এবং এটি একটি জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কাশ্মীর উপত্যকা জম্মু রেল স্টেশন (Indian Railways) এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হবে। বিভিন্ন পরিকাঠামোগত চ্যালেঞ্জের কারণে এই প্রকল্পের কাজে কিছুটা সময় লেগে যায়। সম্প্রতি, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি জানান যে, শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছে অবস্থিত ৩.২ কিলোমিটার দীর্ঘ টানেল T-33-তে ব্যালাস্ট-লেস ট্র্যাকের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই টানেল কাটরাকে রিয়াসির সাথে সংযুক্ত করেছে।
আরও পড়ুন: তৃতীয় টেস্টেও পিছিয়ে রয়েছে ভারত! এই ৩ টি জিনিস মাথায় রাখলেই অবলীলায় জিতবে টিম ইন্ডিয়া
দিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই ট্র্যাকে চলবে: এদিকে এই প্রকল্পের সমাপ্তির সাথে সাথেই দিল্লি এবং শ্রীনগরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি রেল পরিষেবা (Indian Railways) শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। এই বন্দে ভারত স্লিপার ট্রেন ২০২৫ সালে চালু হতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ট্রেনটি দিল্লি এবং কাশ্মীর উপত্যকার মধ্যে ভ্রমণের সময় কমিয়ে মাত্র ১৩ ঘন্টায় সফর সম্পন্ন করবে।
আরও পড়ুন: বদলে গেল সমীকরণ! KKR-এর অধিনায়ক হওয়ার দৌড়ে এবার ৪ জন খেলোয়াড়, কাকে বাছবেন শাহরুখ?
দিল্লি-শ্রীনগর বন্দে ভারতে কি কি সুবিধা থাকছে: জানিয়ে রাখি, দিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনে ১১ টি AC থ্রি-টায়ার কোচ, ৪ টি এসি টু-টায়ার কোচ এবং ১ টি ফার্স্ট AC কোচ থাকবে। এই ট্রেনের টিকিটের দাম থ্রিA-এর জন্য হবে প্রায় ২,০০০ টাকা, টুA-এর জন্য হবে ২,৫০০ টাকা এবং ১A-এর জন্য হবে ৩,০০০ টাকা। এই ট্রেনটি দিল্লি থেকে ছাড়বে সন্ধ্যে ৭ টায় এবং শ্রীনগর পৌঁছবে সকাল ৮ টায়। পথে, ট্রেনটি আম্বালা ক্যান্টনম্যান্ট, লুধিয়ানা, জম্মু তাউই, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং বানিহালের মতো প্রধান স্টেশনগুলিতে থামবে।