বাংলাহান্ট ডেস্ক : বড়পর্দায় আসছে ‘শক্তিমান’। নব্বইয়ের দশকের এই বহুল জনপ্রিয় টেলিভিশন শোটি দর্শকদের কাছে ছিল আবেগ। মুকেশ খান্না (Mukesh Khanna) ছিলেন প্রথম ‘ভারতীয় সুপারহিরো’। এখন অবশ্য কালের নিয়মে বয়স বেড়েছে তাঁর। অভিনয়ও ছেড়েছেন দীর্ঘদিন। তবে শক্তিমানের জন্য আজো তাঁকে মনে রেখেছেন দর্শকরা। এবার বড়পর্দায় কাকে মানাবে শক্তিমান হিসেবে তা নিয়ে প্রায়ই মন্তব্য করতে শোনা যাচ্ছে মুকেশকে (Mukesh Khanna)।
রণবীরকে নিয়ে বিষ্ফোরক মুকেশ (Mukesh Khanna)
কখনো তিনি তুলছে রণবীর সিং এর প্রসঙ্গ, কখনো আবার প্রশংসা করছেন আল্লু অর্জুনের। শক্তিমানকে নিয়ে ছবি তৈরির ঘোষণার পর থেকেই অবশ্য শোনা যাচ্ছিল রণবীরের নাম। এমনকি মুকেশ খান্না (Mukesh Khanna) নিজেও একবার জানিয়েছিলেন, রণবীর এই চরিত্রের প্রতি আগ্রহ প্রকাশ করে নিজেই তাঁর অফিসে এসেছিলেন। তাঁর এনার্জিও বেশ পছন্দ মুকেশের। তবে এবার আচমকাই ১৮০ ডিগ্রি ঘুরে রণবীরের বিষয়ে অদ্ভূত মন্তব্য করে বসলেন তিনি।
ভুল বোঝাবুঝি নিয়ে মন্তব্য করেন অভিনেতা: সম্প্রতি মুকেশ খান্না (Mukesh Khanna) বলেন, রণবীর তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সোনি সংস্থার তরফে এই মিটিংটা ঠিক করা হয়েছিল। মুকেশ জানান, রণবীর তাঁকে বোঝাতে এসেছিলেন যে তিনি শক্তিমানের চরিত্রটি করতে চান। নিজেই ভালোবেসে তাঁর অফিসে এসেছিলেন রণবীর। কিন্তু মুকেশ (Mukesh Khanna) দাবি করেন, তিনি মোটেই অভিনেতাকে অপেক্ষা করিয়ে রাখেননি।
আরো পড়ুন : স্বাধীনতায় ভারতের অবদান অস্বীকার “অকৃতজ্ঞ” বাংলাদেশের! বিজয় দিবসে মোদীর পোস্টে গাত্রদাহ ইউনূসের
হিরো নন ভিলেন হিসেবে পছন্দ: রণবীরের উদ্যমের প্রশংসা করে মুকেশ (Mukesh Khanna) বলেন, তিন ঘন্টা ধরে তাঁর সঙ্গে কথা বলেছিলেন তিনি। কীভাবে তিনি নিজের প্রথম ছবিটি পেয়েছিলেন, কীভাবেই বা শক্তিমান চরিত্রটি তিনি ফুটিয়ে তুলবেন তা তাঁকে অভিনয় করে দেখিয়েছিলেন রণবীর। কিন্তু সন্তুষ্ট হননি মুকেশ। এরপরেই তিনি মন্তব্য করেন, রণবীরকে ভিলেনের চরিত্রটি দিতে চেয়েছিলেন তিনি।
আরো পড়ুন : শুনানির আগেই ভারতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী! ইসকন নিয়ে বড় অভিযোগ করে দিলেন কটাক্ষের উত্তর
শক্তিমানের চরম শত্রু তমরাজ কিলবিশ। মুকেশ (Mukesh Khanna) জানান, তিনি রণবীরকে বলতে চেয়েছিলেন ওই চরিত্রটিতে অভিনয়ের জন্য। দ্য ‘ওজি’ শক্তিমান বলেন, এটা ভুল যে তিনি রণবীরকে অপেক্ষা করিয়েছিলেন। অভিনেতা নিজেই তিন ঘন্টা ধরে তাঁর সঙ্গে কথা বলেছিলেন। এমনকি তাঁর পিআর টিমও নাকি তাঁকে বোঝাতে চেষ্টা করেছিল। কিন্তু শেষমেষ রাজি হননি মুকেশ। ফলত কে হচ্ছেন শক্তিমান তা এখনো স্পষ্ট নয়।