রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার, একটি ছবিই বদলে দেয় কেরিয়ার, জাতীয় পুরস্কারও ছিনিয়ে নেন এই অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক : করোনা কালের পর থেকে ‘প্যান ইন্ডিয়া স্টার’ বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণী ইন্ডাস্ট্রির রমরমা হওয়ার পর থেকেই একাধিক অভিনেতা প্যান ইন্ডিয়া স্টার এর তকমা পেয়েছেন। করোনা পরবর্তী সময়ে আরআরআর, কেজিএফ ২ এর মতো ছবি (Film) যেমন দক্ষিণী ইন্ডাস্ট্রির ব্যবসা বাড়িয়েছিল, তেমনি দ্য কাশ্মীর ফাইলস, দৃশ্যম ২ এর মতো ছবি হাল ফিরিয়েছিল বলিউডের। কিন্তু এই সমস্ত ছবিকে পেছনে ফেলে একটি ছবি নজর কেড়েছিল সমগ্র দেশের দর্শকদের। রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন ছবির (Film) অভিনেতা।

বক্স অফিসে ধামাকা করেছিল এই ছবি (Film)

সে সময় পরপর বেশ কিছু এবং দুর্দান্ত ব্যবসা করেছিল বক্স অফিসে। কিন্তু যে ছবির (Film) আশা কারোরই আশা কারোরই ছিল না, সেটাই শেষ মুহূর্তে বাজিমাত করে বেরিয়ে যায়। সকলে যখন আরআরআর, দৃশ্যম ২ এর মতো ছবির প্রশংসায় পঞ্চমুখ, তখন এই ছবিই আচমকা হয়ে উঠেছিল সবথেকে বড় চমক। শুধু মাত্র বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাই নয়, এই ছবির (Film) নায়ক পান সম্মান জাতীয় পুরস্কার। অজয় দেবগণ, অনুপম খের, জুনিয়র এনটিআর এর মতো অভিনেতাদের ছাপিয়ে জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন এই নায়ক।

This actor became pan india star with this one film

গোটা দেশের দর্শকদের চমকে দিয়েছিল ছবিটি: তিনি ঋষভ শেট্টি। ২০২২ সালে তাঁর ছবি (Film) ‘কানতারা’ বক্স অফিসে ঝড় তোলার সঙ্গে সঙ্গে জাতীয় পুরস্কারও এনেছিল। IMDb তে ছবিটির রেটিং ৮.২। দর্শকদের পাশাপাশি ফিল্ম সমালোচকরাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। উল্লেখ্য, প্রথমে কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি (Film)। পরবর্তীতে হিন্দি, তামিল, তেলুগু সহ অন্যান্য ভাষায় মুক্তি পায় ছবিটি। হিন্দি দর্শকদেরও কার্যত হতভম্ব করে দিয়েছিল কানতারা। সে বছরের সবথেকে বড় ব্লকবাস্টার হয়ে উঠেছিল এই ছবি (Film)।

আরো পড়ুন : ৮০০ কোটির ক্লাবে ‘পুষ্পা ২’, আল্লু একাই নিয়েছেন ৩০০ কোটি! কত টাকার আয়কর দেন ‘পুষ্পারাজ’?

আগামীতেও থাকছে বড় চমক: এই একটি ছবি দেশ জুড়ে জনপ্রিয়তার শীর্ষে তোলে ঋষভ শেট্টিকে। চলতি বছরেও একগুচ্ছ চমক দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন ছবি (Film) ‘জয় হনুমান’ এর পোস্টার। সেখানে হনুমানের ভূমিকায় ঋষভ শেট্টির লুক উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে দর্শকদের। তবে এখানেই শেষ নয়।

আরো পড়ুন : ফকির থেকে রাজা, বচ্চন বা খান নয়, একসময় ফল বেচত বলিউডের সবথেকে ধনী এই পরিবার!

আগামীতে ‘কানতারা: চ্যাপ্টার ১’ ছবি আনতে চলেছেন ঋষভ। ইতিমধ্যেই ছবির সম্ভাব্য মুক্তির তারিখও ঘোষণা করেছেন তিনি। সম্ভবত আগামী বছরে গান্ধী জয়ন্তীতে মুক্তি পেতে পারে বহু প্রতীক্ষিত এই ছবি। পাশাপাশি ‘ছত্রপতি শিবাজী মহারাজ’এর চরিত্রেও দেখা যাবে ঋষভ শেট্টিকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর