বাংলাহান্ট ডেস্ক : বচ্চন পরিবারের অন্দরমহলের বিবাদ ইতিমধ্যেই মুখরোচক গসিপের মুখ্য বিষয় হয়ে উঠেছে। বলিউড তারকাদের পরিবারেও যে শাশুড়ি, বৌমা, ননদের মধ্যে আকচাআকচির চিরন্তন সমস্যা বিদ্যমান, তা জেনেই অবাক হচ্ছেন অনেকে। এর মাঝেই ক্যামেরায় ধরা পড়লেন আরেক শাশুড়ি বৌমা জুটি, যাঁদের মধ্যেকার সম্পর্কের রসায়ন নিয়েও শুরু হয়েছে কানাকানি। তাঁরা হলেন নীতু কাপুর এবং আলিয়া ভাট (Alia Bhatt)।
প্রকাশ্যে আলিয়ার (Alia Bhatt) সঙ্গে এ কেমন ব্যবহার নীতুর!
গত ১৪ ই ডিসেম্বর কিংবদন্তি রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে চোখ ধাঁধানো আয়োজন করা হয়েছিল কাপুর পরিবারের তরফে। নেমেছিল তারকাদের ঢল। রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে বলিউডের প্রায় সব তারকাদেরই আমন্ত্রণ ছিল। বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ‘হোস্ট’ এর ভূমিকায় ছিল গোটা কাপুর পরিবার।
ভাইরাল ভিডিও ঘিরে চর্চা: ওই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ভিডিও নিয়ে বর্তমানে আলোচনা চলছে নেটপাড়ায়। ভিডিওতে দেখা যায়, রণবীর এবং আলিয়া (Alia Bhatt) রেড কার্পেটে পাশাপাশি হাঁটছেন। হঠাৎ রণবীর কিছু বলতেই আলিয়া তৎক্ষণাৎ পেছন ঘুরে শাশুড়ি মা নীতুকে ডাকতে ছোটেন। কিন্তু তারপরেই যা ঘটে, তা নিয়েই কানাঘুষো চলছে সোশ্যাল মিডিয়ায়।
আরো পড়ুন : ভিন ধর্মে বিয়ে, এদিকে রামায়ণের শিক্ষা নেই, সোনাক্ষীকে আক্রমণ করতেই মুকেশের উপরে খাপ্পা শত্রুঘ্ন
আলিয়াকে ইগনোর নীতুর: ‘মা’ বলে ডেকে হাত বাড়িয়ে দিলেও নীতু সম্পূর্ণ উপেক্ষা করে যান আলিয়াকে (Alia Bhatt)। অভিনেত্রী অবশ্য পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি নীতুর পাশে যান। শাশুড়ি বৌমার এই ভিডিওই নজর কেড়েছে নেট নাগরিকদের। হঠাৎ নীতুর এমন আচরণের কারণ কী তা জানা না গেলেও নানান মন্তব্য করছেন নেটপাড়ার বাসিন্দারা।
আরো পড়ুন : রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার, একটি ছবিই বদলে দেয় কেরিয়ার, জাতীয় পুরস্কারও ছিনিয়ে নেন এই অভিনেতা!
একজন লিখেছেন, ‘শাশুড়ি সবসময় শাশুড়িই হয়। সে সাধারণ ঘরের হোক বা সেলিব্রিটি’। আরেকজন লিখেছেন, ‘আলিয়া এত মিষ্টি করে ডাকলেন, অথচ নীতু সম্পূর্ণ উপেক্ষা করে গেলেন তাঁকে!’ কয়েকজন আবার প্রশ্ন তুলেছেন, আলিয়ার (Alia Bhatt) শাশুড়ি কি এমনি ব্যবহার করেন তাঁর সঙ্গে? আবার কেউ কেউ ঐশ্বর্যর প্রসঙ্গ টেনেও মন্তব্য করেছেন, আলিয়ার (Alia Bhatt) সঙ্গেও কি একই জিনিস ঘটছে? তবে অভিনেত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনো পর্যন্ত।
View this post on Instagram