বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৮ ডিসেম্বর গাব্বায় ঠিক কি ঘটবে তা বলা কঠিন। তবে, টেস্ট ম্যাচটি যে অত্যন্ত উত্তেজক পর্যায় পৌঁছেছে তা আর বলার অপেক্ষায় রাখে না। ভারতের (Team India) ব্যাটিংয়ের ইনিংসে বেশি কিছু করতে পারেননি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটাররা। তবে, প্রথমে কেএল রাহুল এবং তারপর রবীন্দ্র জাদেজা হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে কিছুটা স্বস্তি এনে দেন।
কিভাবে WTC ফাইনালে পৌঁছবে টিম ইন্ডিয়া (Team India):
এরপর জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ শর্ট ইনিংস খেলে ম্যাচে উত্তেজনা বাড়ান। এই দু’জনের ইনিংসের কারণেই টিম ইন্ডিয়া (Team India) ফলো-অন এড়াতে সফল হয়েছে। তা নাহলে সামগ্রিক ছবি অন্যরকম হতে পারত। এখন প্রশ্ন হল গাব্বা টেস্ট ড্র হলে কিভাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে টিম ইন্ডিয়া? কারণ ইতিমধ্যেই পাল্টে গিয়েছে সমীকরণ। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
তৃতীয় টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা: বর্তমানে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ সমতার মধ্যে রয়েছে। টিম ইন্ডিয়া (Team India) প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জিতলেও অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন করে। এখন চলছে তৃতীয় ম্যাচ। ইতিমধ্যে এই ম্যাচের চার দিন অতিক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত ম্যাচের কন্ডিশন দেখে মনে হচ্ছে এটি ড্র হবে। আসলে, এই ম্যাচে বৃষ্টির কারণে সমস্যা হয়। তাই, এই ম্যাচ শেষ দিন পর্যন্ত চলছে এবং ফলাফলের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। দুই দলই এখনও তাদের প্রথম ইনিংস শেষ করতে পারেনি। এমতাবস্থায় কে জিতবে আর কে হারবে তা বোঝা অত্যন্ত কঠিন।
আরও পড়ুন: বয়স মাত্র ৩১, যুক্ত ছিলেন KKR-এর সাথেও! IPL-এর আগে আচমকাই অবসর নিয়ে ফেললেন এই খেলোয়াড়
টিম ইন্ডিয়াকে সিরিজের বাকি দু’টি ম্যাচই জিততে হবে: এদিকে, এই ম্যাচ ড্র হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য টিম ইন্ডিয়ার (Team India) জন্য যে সমীকরণ তৈরি হবে, তা বেশ চমকপ্রদ। টিম ইন্ডিয়া যদি শেষ দু’টি ম্যাচ অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম ম্যাচ জিততে সফল হয়, তাহলে টিম ইন্ডিয়া অবশ্যই সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে অন্য কোনও দলের ওপর নির্ভর করতে হবে না। কিন্তু বাকি দু’টি ম্যাচের মধ্যে ভারতীয় দল একটিতে জিতলে সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে অন্য দলের ওপর নির্ভর করতে হবে।
আরও পড়ুন: হু হু করে কমছে সংখ্যা! পাকিস্তানে রয়েছে আর কতগুলি হিন্দু মন্দির? জানলে হবে দুঃখ
হেরে গেলে শ্রীলঙ্কার ওপর নির্ভর করবে ফাইনাল: এই সিরিজ ড্র হলে চাপে পড়বে ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া দল যখন শ্রীলঙ্কায় যাবে সেক্ষেত্রে সেই টেস্ট সিরিজে শ্রীলঙ্কার হারের প্রয়োজন হবে। এমনটা হলে ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া (Team India)। অর্থাৎ পুরোটাই নির্ভর করবে অন্য দলের খেলার ওপর। টিম ইন্ডিয়ার জন্য এটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য শেষ টেস্ট সিরিজ। তার মানে আর দু’টি ম্যাচ খেলবে ভারত। কিন্তু অস্ট্রেলিয়া দল আরও দু’টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফর করবে। এমতাবস্থায়, এটাই চাইতে হবে যে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় বাকি দু’টি টেস্ট ম্যাচে জিতে WTC ফাইনালে তার জায়গা নিশ্চিত করুক।