বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাইপ্রোফাইল এই মামলায় সাম্প্রতিক অতীতে একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। তবে জেলমুক্তি হয়নি পার্থর। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, নববর্ষের আগেই ‘সুখবর’ পেতে পারেন তিনি।
নতুন বছরের আগে কী ‘সুখবর’ পেতে পারেন পার্থ (Partha Chatterjee)?
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষরা। তবে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্যদের জেলমুক্তি হয়নি। এদের বিরুদ্ধে সিবিআই মামলা করেছিল। জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। তবে দুই বিচারপতির ভিন্ন মতের কারণে সেই মামলা যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে।
মঙ্গলবার হাইকোর্টে (Calcutta High Court) পার্থ, কল্যাণময় সহ পাঁচ জনের জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে, এদিন শুনানির সময় ফের একবার সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতার প্রসঙ্গ টেনে আনেন পার্থদের আইনজীবী। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীর তরফ থেকে পাল্টা প্রভাবশালী তত্ত্ব উত্থাপন করা হয়।
আরও পড়ুনঃ জানুয়ারিতেই বাড়ছে বাংলার সরকারি কর্মীদের DA! কত শতাংশ? সরকারি কর্মীদের নেতা যা বললেন…
সিবিআইয়ের (CBI) আইনজীবী বলেন, অভিযুক্ত পাঁচ জনই শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত। স্রেফ বয়সজনিত কারণে তাঁরা ছাড়া পাবেন এই যুক্তি খাটে না। অন্যদিকে পার্থদের আইনজীবী কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সওয়াল করেন। এদিন দুই পক্ষের সওয়াল-জবাব শুনলেও রায়দান করেননি বিচারপতি তপোব্রত চক্রবর্তী। রায়দান স্থগিত রেখেছেন তিনি।
উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ পাঁচ জনের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় তাঁদের জামিন নিয়ে ভিন্ন মত পোষণ করেছিলেন। জাস্টিস বন্দ্যোপাধ্যায় পাঁচ জনের জামিনের পক্ষে রায় দিয়েছিলেন। তবে বেঁকে বসেন জাস্টিস সিনহা রায়। তিনি জামিনের পক্ষে ছিলেন না। সেই কারণে মামলা যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে। এবার তিনি কী রায় দেন সেদিকেই নজর সকলের।