বাংলাহান্ট ডেস্ক : কর্মী নিয়োগ শুরু হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University)। এবার সেই প্রসঙ্গেই এক বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের জন্য চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কর্মী নিয়োগ
যে সকল চাকরিপ্রার্থীরা আগ্রহী রয়েছেন তারা যাতে অনলাইনে আবেদন জানান, তাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, রেজিস্ট্রারের বিভাগে ডিপিও-র অফিসের জন্য এই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট (ডেটা এন্ট্রি অ্যান্ড রেকর্ডস) এবং অফিস এগজ়িকিউটিভ (ফেলোশিপ অ্যাডমিনিস্ট্রেশন) এই দুটি পদে চাকরিপ্রার্থীদের নেওয়া হবে।
শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি। ওই দুটি পদে ১১ মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে কাজের নিরিখে সেই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফে। বিজ্ঞপ্তি অনুসারে, উক্ত দুটি পদে যে সকল ব্যক্তিরা আবেদন করতে চান তাদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। চাকরি পাওয়ার পর প্রতি মাসে ২০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
আরোও পড়ুন : শুনানি শেষ! জামিন পাচ্ছেন পার্থ? নিয়োগ দুর্নীতি মামলায় মাথা ঘুরে যাওয়া মোড়
অফিস এগজ়িকিউটিভ (ফেলোশিপ অ্যাডমিনিস্ট্রেশন) পদে আবেদন করতে চাইলে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে। তার পাশাপাশি ন্যূনতম এক বছর সরকারি/ আধা-সরকারি/ নামী বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিস এগজ়িকিউটিভ পদে। প্রয়োজন বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা। একইভাবে অন্য পদের জন্য আলাদা মাপকাঠি রয়েছে।
বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে গিয়ে প্রতিটি প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেইল আইডিতে পাঠাতে হবে নথিগুলি। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে চাকরি দেওয়া হবে যোগ্য প্রার্থীদের। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আসল বিজ্ঞপ্তিটি দেখুন।