বড়সড় বদল আসছে তৎকাল বুকিংয়ে! পাল্টে যাচ্ছে সময়! কখন, কিভাবে কাটতে হবে টিকিট?

বাংলাহান্ট ডেস্ক : এবার তৎকাল টিকিট (Tatkal Ticket) কাটার সময়ের মধ্যে বড়সড় পরিবর্তন নিয়ে এলো ভারতীয় রেল। তাড়াতাড়ি বা জরুরি ভিত্তিতে কাটা টিকিট হলো তৎকাল টিকিট। যাত্রা শুরুর একদিন আগে তৎকাল টিকিট বুক করা সম্ভব। সাধারণ যাত্রীদের যে দামে টিকিট কিনতে হয় তা থেকেও বেশি দামে কিনতে হয় তৎকাল টিকিট।

তৎকাল টিকিট (Tatkal Ticket) বুক করার নয়া নিয়ম

তৎকাল টিকিট (Tatkal Ticket) বুক করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম-নীতি মেনে চলতে হয় রেলযাত্রীদের। টিকিট কাটার সময় পরিচয় পত্র থেকে শুরু করে ইমেল আইডি মোবাইল নম্বর সবই লাগে। অনলাইনের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে গেলে ভারতীয় রেলের (Indian Railways) ওয়েবসাইটে গিয়ে এই টিকিট সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া যাবে।

Indian railways train journey is going to be more comfortable.

প্রথমে IRCTC-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে গ্রাহকের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে। টিকিট কাটার জন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। প্রোফাইল তৈরির পর ‘Plan My Journey’ পেজে ডিপার্চার ও অ্যারাইভাল স্টেশন এবং ভ্রমণের তারিখ দিতে হবে। অর্থাৎ কখন কোথায় যাচ্ছেন সেই তথ্য দিতে হবে।

আরোও পড়ুন : কথা রাখলেন মমতা! বড়দিনের আগেই সবার অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা, খুশির হাওয়া রাজ্যে

তৎকাল টিকিট অপশনে গিয়ে টিকিট কাটতে হবে। লিখতে হবে ট্রেন (Train) এবং ক্লাসের নাম। যদি আপনি তৎকাল টিকিট (Tatkal Ticket) কাটতে চান তাহলে একটি বিষয়ে সবসময় মাথায় রাখবেন। চারজনের বেশি ব্যক্তির জন্য এই বিশেষ টিকিট একসঙ্গে কাঁটা সম্ভব নয়।

Tatkal Ticket

তবে টিকিটের মূল্য দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই কিংবা ওয়ালেটের মাধ্যমে। তৎকাল টিকিট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্প্রতি সামনে এসেছে। এবার থেকে এসি ক্লাসের তৎকাল টিকিট বুক করতে হবে সকাল ১০:১০ থেকে এবং নন এসি ক্লাসের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিং করতে হবে ১১:১০ মিনিট থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর