বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। এর আগে সময়ের অভাবে বারেবারে শুনানির দিন পরিবর্তন হয়েছে। যার জেরে এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হজার চাকরি বাতিল মামলা (SSC Recruitment Scam)। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। এরই মাঝে বড় আপডেট সামনে এল।
জানা যাচ্ছে, মামলাটি ১ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে।অর্থাৎ প্রথমেই হবে শুনানি। এমনটাই আশা করা হচ্ছে। গত শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এই মামলা নিয়ে মন্তব্য করে বলেন, ”এক্ষেত্রে আমার দু’টো বিষয় বিবেচনা করব। অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না।” তিনি বলেন, প্রথমত, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি শুধুমাত্র বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, মূলত এই দু’টি বিষয় আদালত বিবেচনা করে দেখবে।
প্রধান বিচারপতি বলেন, ”অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। অত্যন্ত লিমিটেড ইস্যু সেই নিয়েই এই মামলার শুনানি হবে।” এবারে মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে ২৬০০০ জন। গত দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। শিক্ষা দুর্নীতির মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করেছিল সিবিআই। তবে সেসবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী। এই বিষয়েই প্রধান বিচারপতি বলেন, এটা গ্রহণ করার প্রজনীয়তা নেই। হাই কোর্ট সব বিবেচনা করেই রায় দিয়েছে।
আগে বেশ কয়েকবার সময়ের অভাবে এই মামলার শুনানি করা যায়নি। যার জেরে বাড়ছে অপেক্ষা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, বহুদিন ধরে সুপ্রিম কোর্টে SSC ২৬০০০ চাকরি বাতিল মামলার (Supreme Court) শুনানি বারংবার পিছিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর ১৮ এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের।
আরও পড়ুন: বেকারদের জন্য চাকরির মেলা করছে পশ্চিমবঙ্গ সরকার! কোথায় হবে?
হাইকোর্টের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। সকলকে রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের (ssc recruitment scam) চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। শেষপর্যন্ত কি হয় সেটাই দেখার।