বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বরের শুরু থেকে শীতের ঝড়ো ইনিংস শুরু হতে না হতে আবার ছন্দপতন! হুড়মুড়িয়ে আবার বাড়ল কলকাতার (South Bengal Weather) তাপমাত্রা। আগামী তিন দিনের মধ্যেই কলকাতার (Kolkata) তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহান্তে শুক্র-শনিবার আবার দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে।
বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর (South Bengal Weather)
শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আট জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। একইসাথে আগামী শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এর মতো পার্বত্য এলাকায়। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস -কে সত্যি করে আজ থেকেই তাল কাটল শীতের। তাই শীতের মরশুমেও বুধবার থেকেই মুখ ভার আকাশের।
বুধবার কলকাতার (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে স্বাভাবিকের উপরে। দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। শহরে শীতের আমেজ কমেছে অনেকটাই। বুধবার কলকতার তাপমাত্রা পৌঁছেছে ১৬ ডিগ্রির ঘরে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে আবার পূবালী হাওয়ার সাথেই কলকাতায় ঢুকবে জলীয় বাষ্প। শুক্রবারও বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আরও বাড়বে তাপমাত্রা (South Bengal Weather) । জানা যাচ্ছে শুক্রবার-শনিবার মেঘলা থাকবে আকাশ। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় চোখ রাঙাচ্ছে একটি নিম্নচাপ। যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে উত্তর-পশ্চিম দিকে। এর অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে থাকলেও প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে।
আরও পড়ুন: জামা কাপড় ছেঁড়া, লোকটার যৌনাঙ্গে লেগে রক্ত! হুগলির ঘটনায় শিউরে উঠবেন
তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিসের আগাম পূর্বাভাস অনুযায়ী শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শনিবার পর্যন্তই এমন আবহাওয়া থাকবে।
খুব তাড়াতাড়ি এই শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা। সেই সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া,হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। একইসাথে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম,ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর-এও বৃষ্টি হবে। অন্যদিকে বৃহস্পতিবার কুয়াশায় ঢাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমানসহ বাঁকুড়া জেলা। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা থাকবে আকাশ। সেইসাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।