চাল-গম শুধু নয়! রেশনের সঙ্গে এবার ১০০০ টাকা দেবে সরকার! কারা পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা স্বল্প টাকায় রেশন (Ration Card) থেকে বেশ কিছু সামগ্রী দেওয়া হয়। তা দিয়ে সংসার চলে অনেকের। এবার শোনা যাচ্ছে, রেশন সামগ্রীর পাশাপাশি গ্রাহকদের ১০০০ টাকা করে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প (Government Scheme) আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রেশন কার্ডধারীদের ফ্রি রেশন ও ১০০০ টাকা করে দেবে সরকার (Government Scheme)!

করোনার সময় থেকে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এই পরিষেবা বন্ধ করা হয়নি। এবার শোনা যাচ্ছে, রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন সামগ্রীর পাশাপাশি ১০০০ টাকা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। নতুন বছরে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য কেন্দ্রের (Central Government) তরফ থেকে নতুন স্কিম চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।

রিপোর্ট বলছে, আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ শ্রেণির বেশ কিছু রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে ট্রান্সফার করা হবে। এর ফলে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির সুরাহা হবে।

আরও পড়ুনঃ ‘উর্দুতে বলতে গিয়ে গুলিয়ে ফেলেছেন’! ফিরহাদের সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ‘সাফাই’ মেয়ে প্রিয়দর্শিনীর

এখন প্রশ্ন হল, কোন গ্রাহকদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে দেবে সরকার? একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ই-কেওয়াইসি সম্পন্ন করা রেশন (Ration Card) উপভোক্তারাই এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। যারা ই-কেওয়াইসি করেননি, তাঁরা কেন্দ্রীয় সরকারের এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

Ration Government scheme

রিপোর্ট অনুযায়ী, দেশের সকল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে কেন্দ্রের এই নতুন স্কিমের (Government Scheme) মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই সঙ্গেই সংশ্লিষ্ট রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি সম্পন্ন হবে। ই-কেওয়াইসি সম্পন্ন করা গ্রাহকদের অ্যাকাউন্টেই নতুন বছর থেকে ১০০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। কেন্দ্রের এই উদ্যোগের ফলে এদেশের বহু আর্থিকভাবে দুর্বল পরিবারের সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর