বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা থেকে শুরু করে শহরতলি, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বেআইনি নির্মাণের অভিযোগ উঠে এসেছে। চলতি বছরই গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। এই আবহে এবার অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্যের সকল পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের (Illegal Construction) ‘দাপট’ আটকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্ন থেকে পুরসভাগুলির কাছে সেই ফরমান পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অবৈধ নির্মাণ রুখতে বড় পদক্ষেপ সরকারের (Government of West Bengal)!
আগেই জানা গিয়েছিল, পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান (Building Plan) অনুমোদনের নিয়মে বদল আনতে চলেছে সরকার। নতুন নিয়মে পুরসভার অফিসারদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কাউন্সিলরদের হাতে আর আগের মতো ক্ষমতা থাকছে না। এবার এই নিয়ে সামনে আসছে নয়া আপডেট।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে রাজ্যের (Government of West Bengal) পুর ও নগরোন্নয়ন দফতরের সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, নয়া নিয়মে কাউন্সিলরদের ক্ষমতা খর্ব করা হয়েছে। এতদিন অবধি আবাসন তৈরির অনুমোদন দিত ‘বোর্ড অফ কাউন্সিলর্স’। এই কমিটির মাথায় ছিল পুরসভার চেয়ারম্যান। নবান্নের নির্দেশ এবার সেই কমিটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ চাল-গম শুধু নয়! রেশনের সঙ্গে এবার ১০০০ টাকা দেবে সরকার! কারা পাবেন?
‘বোর্ড অফ কাউন্সিলর্স’এর পরিবর্তে এবার নতুন করে আবাসন তৈরির অনুমোদন দেওয়ার জন্য একটি কমিটি গড়া হবে। মূলত পুরসভার অফিসার ও কর্তাদের নিয়ে ওই কমিটি তৈরি করা হবে বলে খবর। নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে, এই নয়া কমিটির আহ্বায়ক হবেন এগজিকিউটিভ অফিসার। তাঁর ক্ষমতা ও গুরুত্ব দু’টিই বাড়ানো হচ্ছে।
এছাড়া পুরসভার চেয়ারম্যান চেয়ারপার্সন হবেন। সেই সঙ্গেই ভাইস চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার এবং অর্থ বিভাগের আধিকারিকরা এই কমিটিতে থাকবেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে পরামর্শ দেওয়ার সুযোগ থাকলেও তাঁরা সিদ্ধান্ত নিতে পারবেন না।
সরকারের (Government of West Bengal) এই সিদ্ধান্ত প্রসঙ্গে পুর দফতরের একজন আধিকারিক বলেন, ‘বিগত কয়েক বছরে শহর এবং শহরতলিতে আইনের তোয়াক্কা না করে যেভাবে অবৈধ নির্মাণ হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। উনি উষ্মা প্রকাশ করার পর পুর দফতর কাজ শুরু করেছিল। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই এই নিয়ম চালু হয়ে যাওয়ার কথা রয়েছে’।