জোর বিপাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! হঠাৎ কী হল? শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বর্তমানে তমলুকের সাংসদ। চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনীতির দুনিয়ায় নাম লেখান তিনি। এবার শোনা যাচ্ছে, তাঁকেই শোকজ করতে পারে বিজেপি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

অভিজিৎকে (Abhijit Gangopadhyay) কেন শোকজ করতে পারে পদ্ম শিবির?

গতকাল লোকসভায় ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত সংবিধান সংশোধনী ২টি বিল পেশ হয়েছে। এক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে ভোটাভুটির দাবি তোলা হয়। এমন কিছু হতে পারে, আগেই আন্দাজ করেছিল বিজেপি (BJP)। সেই কারণে গতকাল সব সাংসদদের লোকসভায় উপস্থিত থাকতে হুইপ জারি করেছিল গেরুয়া শিবির। তা সত্ত্বেও অভিজিৎ সহ ২০ জন পদ্ম সাংসদ অনুপস্থিত ছিলেন।

রিপোর্ট বলছে, গতকাল লোকসভায় (Lok Sabha) যে ২০ জন বিজেপি সাংসদ উপস্থিত ছিলেন না, তাঁদের এবার নোটিশ পাঠাতে পারে দল। এমনটা হলে পদ্ম শিবিরের বেশ কয়েকজন হেভিওয়েট সাংসদের কাছে শোকজ নোটিশ পৌঁছতে পারে। সেই তালিকায় তমলুকের সাংসদ অভিজিৎ ছাড়াও নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, গিরিরাজ সিংদের।

আরও পড়ুনঃ নিয়মে বদল! বেআইনি নির্মাণ রুখতে এবার কড়া পদক্ষেপ! নয়া ফরমান জারি করল নবান্ন

এদিকে গতকাল লোকসভায় অনুপস্থিত থাকা প্রসঙ্গে অভিজিৎ জানান, তিনি যে বিমানে করে দিল্লি আসছিলেন সেটি ৪৫ মিনিট দেরি করে। সেই কারণেই ঠিক সময়ে লোকসভায় উপস্থিত হতে পারেননি। এবার সেই জন্য বিজেপির তরফ থেকে তাঁদের নোটিশ (Show Cause Notice) পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

Abhijit Gangopadhyay

উল্লেখ্য, এর আগে গেরুয়া শিবিরের তরফ থেকে হুইপ জারি করে প্রত্যেক বিজেপি সাংসদকে বিল পেশের সময় লোকসভায় উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। তা সত্ত্বেও দেখা যায়, গতকাল অভিজিৎ (Abhijit Gangopadhyay), নীতিন সহ ২০ জন পদ্ম সাংসদ অনুপস্থিত। এবার দলের তরফ থেকে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতে পারে বলে খবর। এদিকে এই ২০ জন সাংসদ নিজেদের অনুপস্থিতির কথা আগে থেকেই দলকে জানিয়ে রেখেছিল কিনা সেটা পরিষ্কার নয়। ইতিমধ্যেই নোটিশ জারির জল্পনা নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর