বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার আদালতের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, বলেন বিচারক। বুধবার হাইপ্রোফাইল এই মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল। তবে এদিনও তা না হওয়ায় আদালতে ভর্ৎসিত হয় ইডি। সেই সঙ্গেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন নিয়েও বড় মন্তব্য করেন বিচারক।
ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন পার্থ-অয়নরা (Partha Chatterjee)
ইডির বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল। সেখানেই এদিন চার্জ গঠন হওয়ার কথা ছিল। সেটা না হওয়াতেই উষ্মা প্রকাশ করেন বিচারক। ইডির (Enforcement Directorate) ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। ক্ষুব্ধ বিচারক বলেন, ‘হস্টেলের পড়ুয়ার মতো পরীক্ষার ১০ মিনিট আগে ঘুম থেকে উঠে খাতা পেন নিয়ে পরীক্ষাকেন্দ্রে দৌড়লে হবে না’।
সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। জানা যাচ্ছে, এদিনের শুনানিতে তাঁদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিলেন। জামিনে মুক্তদের ঠিক সময়ে নোটিশ না দেওয়া নিয়েও আদালতের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুনঃ সহানুভূতি-নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত! যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট
বিচারক শুভেন্দু সাহা বলেন, এখনও অবধি ইডির (ED) তরফ থেকে সবাইকে মামলার কপি দেওয়া হয়নি। অনেক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন। সবাই উপস্থিত না হলে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে না। আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামী ২০ ডিসেম্বর দুপুর ২টোর সময় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন মামলার চার্জ গঠন হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে আজকের শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা। পার্থর জামিন নিয়ে এদিন আদালত জানায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই যদি আদালতে উপস্থিত না হন, তাহলে জেলবন্দি হয়েই থাকতে হবে তাঁকে।
রিপোর্ট বলছে, নিয়োগ দুর্নীতি মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ৫৪ জন। সম্প্রতি এই কাণ্ডে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিকে এই মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইয়েরও। আদালত সূত্রে জানা যাচ্ছে, তিনি বর্তমানে বিদেশে আছেন। তিনি আদালতে হাজির না হলে পার্থকে জেলেই থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারক।