‘সাইকো সাঁইয়া’ গানে প্রভাস – শ্রদ্ধার যুগলবন্দি তে মুগ্ধ দর্শকরা

 

বাংলা হান্ট ডেস্ক:চলতি বছরের ১৫ ই আগস্ট মুক্তি পাবে সুজিত পরিচালিত প্রভাস – শ্রদ্ধার ছবি “সাহো”।কিছুদিন আগেই গানের টিজার প্রকাশ হওয়ার পরই দর্শকদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল । অবশেষে মুক্তি পেল ছবির প্রথম গান ‘সাইকো সাঁইয়া’। পারফেক্ট পার্টি সং এই গানের সুর মন কাড়তে বাধ্য।তার ওপর প্রভাসের সাথে শ্রদ্ধার অসাধারন যুগলবন্দী বেশ পছন্দ করেছে দর্শকরা।

ক্যাজুয়াল লুকে প্রভাস আর তার সাথেই গাঢ় সবুজ রঙের সিকুইন পোশাকে শ্রদ্ধাকে। দুজনের যুগলবন্দী মুগ্ধ করে।তার ওপর ওপরি পাওনা প্রভাসের নাচ। গানের গলা অনিরুদ্ধ রবিচন্দ, ধ্বনি ভানুশালী এবং তনিষ্ক বাগচী – র। সুর দিয়েছেন তনিষ্ক বাগচী ও গানটি লিখেছেন শ্রীজ। গানে সুর তালের রসায়ন ও প্রশংসনীয়।তেলুগু, হিন্দী, তামিল ও মালয়ালম সহ অনেক ভাষাতেই মুক্তি পেয়েছে ‘সাইকো সাঁইয়া’।নিজের ইনস্টাগ্রামে গানের মুক্তির কথা প্রকাশ করেছেন প্রভাস।

IMG 20190708 WA0028

প্রসঙ্গত, ছবিটি প্রযোজনা করেছেন ভামসি-প্রমোদ। প্রভাস ও শ্রদ্ধা কাপুর এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, নীল নীতীন মুকেশ, ভেন্নেলা কিশোর, মুরলি শার্মা, অরুণ বিজয়, প্রকাশ বেলাভাদি, এভলিন শর্মা, সুপ্রীত, লাল, চাঙ্কি পাণ্ডে, মন্দিরা বেদী, মহেশ মঞ্জরেকর এবং টিনু আনন্দ মতো অভিনেতাদের। দক্ষিণে এটিই প্রথম ছবি শ্রদ্ধার। কিন্তু ‘সাহো’-র হিন্দী রূপান্তরের জন্য প্রভাস নিজেই ডাবিং করায় হিন্দিও শিখতে হয়েছে প্রভাসকে।গানের মতন ছবিও দর্শকদের মন জিততে পারে নাকি তা দেখা কেবলই সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর