বড়দিনের আগেই বড় খবর! সস্তা হচ্ছে মদ! ‘চিয়ার্স’ বলে লাফাচ্ছেন সুরাপ্রেমীরা! কতটা দাম কমল ?

বাংলাহান্ট ডেস্ক : হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই বড়দিন। বড়দিনের পর নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হবে ৮ থেকে ৮০ সবাই। তবে বড়দিনের আগে সুরা প্রেমীদের জন্য কি সুখবর অপেক্ষা করছে? ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মদের দাম (Liquor Price) কিছুটা বেশি থাকলেও, বড়দিনের আগে হয়ত কিছুটা স্বস্তি পেতে চলেছেন সুরা প্রেমীরা।

সস্তায় বিকোবে হুইস্কি (Whiskey) 

জানা যাচ্ছে, ফেস্টিভ সিজেনে দাম কমতে চলেছে হুইস্কির (Whiskey)। বড়দিনের আগে যা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে সুরা রসিকদের। জানা গেছে, গত বছরের তুলনায় চলতি বছর হুইস্কি (Whiskey) মিলছে ২ শতাংশ কম দামে। তবে যারা বারে বা পাবে মদ্যপান করতে যাবেন তাদের অতিরিক্ত খরচ করতেই হবে, কিন্তু যারা বাড়িতে বা পার্টিতে সুরা রসে মজতে চান তাদের বড়দিনের আগে যে পোয়াবারো তা আর বলার অপেক্ষা রাখে না।

আরোও পড়ুন : ‘এভাবে আম্বেদকরকে অসম্মান’! শাহি-মন্তব্যে জোর বিতর্ক! BJP-কে ঝাঁঝালো আক্রমণ মমতার

একটি হিসাব বলেছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১৫% দাম বৃদ্ধি পেয়েছে সবধরনের মদের (Liquor)। তবে সেই অঙ্ক অনেকটাই কম ওভারঅল কনজাম্পশনের দিক থেকে, সেখানে ২৩% হয়েছে বৃদ্ধির অঙ্ক। সুরা বিলাসীদের কাছে অন্যতম পছন্দের পানীয় টেকিলা। তবে বর্তমানে যে বাজারদর তাতে বেশ খানিকটা বেশি টাকা খরচ করতে হচ্ছে টেকিলা প্রেমীদের।

Whiskey

গত ফেব্রুয়ারিতে অনেকটাই দাম কমে টেকিলার। এরফলে টেকিলার বিক্রি বেড়েছিল অনেকটাই।জানিয়ে রাখি, মদের এই দাম কিন্তু কমছে আমেরিকায় (United States of America)। সম্প্রতি মদের দাম হ্রাস সংক্রান্ত তথ্য দিয়েছে  ‘ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস।’ ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় বেশ কম দামেই বিকোচ্ছে হুইস্কি ও টেকিলা। উৎসবের আবহে মদের দাম কমায় এখন ফেস্টিভাল মুডে সুরা প্রেমীরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর