দুর্দান্ত খবর! এবার ক্যান্সারের মিলবে অ্যানসার! বিনা পয়সায় ভ্যাকসিন! বিশ্বজুড়ে হইহই কান্ড

বাংলাহান্ট ডেস্ক : মারণরোগ ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে রাশিয়া (Russia)! এমনই সাড়া ফেলে দেওয়া দাবি করল পুতিনের দেশ। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, তারা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে ক্যান্সারের ভ্যাকসিন। রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রকের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের প্রধান আন্দ্রে কাপ্রিন বলেছেন, ২০২৫ সাল নাগাদ পাওয়া যাবে ক্যান্সার ভ্যাকসিন।

রাশিয়ার (Russia) দাবিতে শোরগোল

একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যান্সার (Cancer) রোগীদের জন্য প্রায়োগ করা হবে এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন টিউমার গঠন প্রতিরোধ করবে না। গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে রাশিয়ায় বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। রাশিয়ায় সবথেকে কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সার রোগীদের সংখ্যা বেশি। পার্সোনালাইজড ক্যান্সার ভ্যাকসিন প্রয়োগ করা হয়ে থাকে ক্যান্সারের জন্য নির্দিষ্ট প্রোটিন চিনতে এবং ইমিউন সিস্টেম তৈরির জন্য।

আরোও পড়ুন : দেশ জুড়ে ‘পুষ্পা ২’ ঝড়, ১১ দিনেই ১৩০০ কোটি তুলে রেকর্ড! কিন্তু এই রাজ্যে ডাহা ফ্লপ আল্লু ম্যাজিক

সেই উদ্দেশ্যে রোগীর টিউমার থেকে আরএনএ নামক জেনেটিক উপাদান ব্যবহার করে ভ্যাকসিনগুলি।রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, রাশিয়ার বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছেন। সেই কাজ রয়েছে শেষ পর্যায়ে। পুতিন বলেন, ‘আমরা ক্যান্সারের ভ্যাকসিন এবং নতুন প্রজন্মের ইমিউনোমোডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি।’

Russia Cancer

তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, বেশকিছু ক্যান্সারের ভ্যাকসিন (Vaccine) রয়েছে প্রায়োগের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)-র বিরুদ্ধে কাজ করতে সক্ষম এমন ৬টি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে বাজারে। জরায়ু সহ একাধিক ক্যান্সারের উৎস এই ভাইরাস। এছাড়াও হেপাটাইটিস বি (HBV) এর বিরুদ্ধে লড়াই করার জন্য রয়েছে ভ্যাকসিন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর