বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষ হওয়ার আগেই প্রাইমারি স্কুল স্তরের বার্ষিক ছুটির (School Holidays) ক্যালেন্ডার প্রকাশ করে দারুন উপহার দিল রাজ্য সরকার (WB Government)। বড়দিনের আগেই প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাইমারি স্কুল স্তরের বার্ষিক ছুটির ক্যালেন্ডার। বহুদিন ধরেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষোভ ছিল তারা হাই স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীর মতো লম্বা পুজোর ছুটি পান না।
পুজোয় কতদিন ছুটি প্রাইমারি স্কুলে (School Holidays)
অবশেষে পশ্চিমবঙ্গের (West Bengal) প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের মানভঞ্জন করতে চলেছে। এবার বৈষম্য দূর করতেই আগামী শিক্ষাবর্ষ থেকে হাইস্কুলের শিক্ষক-শিককর্মীদের মতোই টানা লম্বা পুজোর ছুটি (School Holidays) পাবে প্রাথমিক স্তরের স্কুলগুলি। জানা যাচ্ছে আগামী বছর পুজোয় টানা ২৫ দিনের ছুটি পাবেন প্রাথমিকের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা কর্মীরা।
যদিও গরমের ছুটির সংখ্যা একেবারেই নগণ্য। জানা যাচ্ছে আগামী বছর গরমের ছুটি (School Holidays) মিলবে মাত্র ন’দিন। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তেই নানা মহলে উঠছে একাধিক প্রশ্ন। মিলছে মিশ্র প্রতিক্রিয়াও। রিপোর্ট বলছে ২০২৪ সালের শিক্ষাবর্ষে গরমের ছুটি হিসেবে প্রাথমিকের পড়ুয়াদের পাওনা ছিল ১৯ দিন।
নতুন ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের পুজোর ছুটি পড়ছে ২৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা এই ২৫ দিন। এই ছুটি শুধু পড়ুয়ারাই নয় উপভোগ করবেন শিক্ষক-শিক্ষিকা কর্মীরাও। এপ্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূজোর লম্বা ছুটি নিয়ে যে ক্ষোভ ছিল এবার তা দূর হবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া পুজোর ছুটির পর সাত তাড়াতাড়ি স্কুলে যাওয়ায় অধিকাংশ পড়ুয়াই এতদিন পুজোর ছুটির পরেই স্কুলমুখী হতে চাইত না। তবে এবার একেবারে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন পড়ুয়ারা।
আরও পড়ুন: সংখ্যাগুরু মন্তব্যের মাশুল! মুখ্যমন্ত্রীর নির্দেশে বাধ্য হয়ে যা করছেন ফিরহাদ…
যদিও পূজোর ছুটি বা সংখ্যা বাড়ানো হলেও সারা বছরের প্রাথমিক এবং হাই স্কুলের মোট ছুটির সংখ্যা ৬৫ দিনই থাকছে। অন্যদিকে পুজোয় লম্বা ছুটি মিললেও কোপ পড়েছে গরমের ছুটিতে। গত বছর থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমে ছুটি এগিয়ে আনার প্রবণতা দেখা গিয়েছে। চলতি বছরেও নির্ধারিত সময়ের অন্তত ১৫ দিন আগেই স্কুলগুলিতে পঠন-পাঠন বন্ধ হয়ে গিয়েছিল। তাই ২০২৫ সালেও গরমের ছুটি মে মাসে পড়ার কথা ঘোষণা হওয়ার আগেই স্কুলের ছুটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
এপ্রসঙ্গে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (এএসএফএইচএম)-র রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন, ‘গত বছরের মধ্যশিক্ষা পর্ষদের মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রীষ্মপ্রধান রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য গরমের ছুটি মাত্র ন’দিন। অথচ পুজোর ছুটি ২৫ দিন। এই ব্যবস্থা শিক্ষার পরিপন্থী। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক করও কথাই মাথায় রাখা হয়নি। কিসের স্বার্থে কেন এই অব্যবস্থা চলছে বছরের পর বছর?’