বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) রেজাল্ট বেরনোর পালা। সপ্তাহব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোন মেগা বাজিমাত করল সেটা জানা যায় এদিন। চলতি সপ্তাহের টিআরপিতে (Target Rating Point) যেমন ছক্কা হাঁকিয়েছে জি বাংলা। ‘ফুলকি’ থেকে ‘জগদ্ধাত্রী’, চোখ ধাঁধানো ফলাফল করেছে এই চ্যানেলের একাধিক সিরিয়াল।
বেঙ্গল টপারের শিরোপা দখল করল কে (Target Rating Point)?
চলতি সপ্তাহের টিআরপি (TRP) লিস্টের প্রথম পাঁচে দেখা গিয়েছে জি বাংলার দাপট। পরপর কয়েক সপ্তাহ সিংহাসনচ্যুত হওয়ার পর ফের ঘুরে দাঁড়িয়েছে ‘ফুলকি’ (Phulki)। ৭.৪ রেটিং সহযোগে ‘কথা’র সঙ্গে যুগ্মভাবে বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার ‘গীতা এলএলবি’ এবং জি বাংলার ‘পরিণীতা’।
আরও পড়ুনঃ সদ্য নিয়েছেন অবসর! এবার বিরাট দায়িত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়?
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ‘উড়ান’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’র নাম। চমকপ্রদভাবে তৃতীয় সপ্তাহেই সেরা দশের লড়াই থেকে ছিটকে গিয়ে আদৃতের নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। চলতি সপ্তাহে ৫.৩ রেটিং সহযোগে টিআরপি (Target Rating Point) তালিকায় ১১ নম্বরে স্থান করেছে এই সিরিয়াল। এদিকে একদা আদৃতের ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করা উদয়ের ধারাবাহিক (পরিণীতা) রয়েছে দ্বিতীয় স্থানে।
টিআরপি তালিকায় সেরা ১০ বাংলা সিরিয়াল
প্রথম- কথা/ ফুলকি (৭.৪)
দ্বিতীয়- গীতা এলএলবি/ পরিণীতা (৭.৩)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.২)
চতুর্থ- উড়ান (৬.৯)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৬.৭)
ষষ্ঠ- আনন্দী (৬.৬)
সপ্তম- গৃহপ্রবেশ (৬.৩)
অষ্টম- শুভ বিবাহ (৬.০)
নবম- তেঁতুলপাতা (৬.৯)
দশম- অনুরাগের ছোঁয়া+ হরগৌরী পাইস হোটেল (১৫ মিনিট) (৫.৬)
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় আলাদা করে নজর কেড়েছে ঋত্বিক-অন্বেষার ‘আনন্দী’। শুরুতে সেভাবে কামাল দেখাতে না পারলেও আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিতে শুরু করেছে এই সিরিয়াল (Serial)। এই সপ্তাহে ৬.৬ রেটিং সহযোগে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে এই মেগা।
সদ্য শুরু হওয়া ‘গৃহপ্রবেশ’ও এই সপ্তাহে ভালো পয়েন্ট (Target Rating Point) পেয়েছে। ঊষসী-সুস্মিতের আনকোরা জুটি দর্শকদের বেশ ভালোলাগছে বলেই মনে করা হচ্ছে। এদিকে নন-ফিকশন শোয়ের টিআরপির কথা বলা হলে, ‘দিদি নম্বর ১’ সানডে ধামাকার প্রাপ্ত পয়েন্ট ৪.৭। অন্যদিকে ‘সারেগামাপা’র ঝুলিতে রয়েছে ৪.৯।