কণ্ঠস্বর নিয়ে বিপাকে ‘কালীঘাটের কাকু’! নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরবে মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) জেলমুক্তির আশা যেন ক্ষীণ হচ্ছে। পশ্চিমবঙ্গের (West Bengal) শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২৩ সালের মে মাসে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujaykrishna Bhadra) গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে দেড় বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলেই বন্দি কাকু। চলতি মাসের শুরুতেই নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির মামলায় শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন কাকু।

‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CBI

এদিকে বছর শেষের আগে জেলমুক্তির আশা তৈরী হলেও আবার বাঁধা হয়ে দাঁড়ায় সিবিআই (CBI)। অনেক ধরপাকড়ের পর অবশেষে সুজয়কৃষ্ণকে বাগে পেয়েছে সিবিআই। পাঁচবার হাজিরার এড়ানোর পর অবশেষে মঙ্গলবার তাকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওই দিনই আদালতেই তাকে গ্রেফতারির নথি পেশ করে।

এরপর বিচারভবনের বিচারকের অনুমতিতে কালীঘাটের কাকু’কে (Kalighater Kaku) নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। তাই এই কয়েক দিনে তাকে জেরা করেই নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেতে মরিয়া সিবিআই অফিসারেরা।

তাই আরও একবার কালীঘাটের কাকুর (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। বর্তমানে সিবিআই-এর জেল হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ। সূত্রের খবর, আসন্ন শনিবার কাকুকে আদালতে পেশ করার পর বিচারকের সামনেই তার সম্মতি নিতে পারে সিবিআই। তদন্ত চলাকালীন কালীঘাটের কাকুর বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির কালীঘাটের কাকুই KKR ক্রিকেট টিমের ‘ক্যাপ্টেন’! এবার ফাইনালে উঠল তার দল

এমনকি সিবিআই হেফাজতের প্রথমদিনই তিনি নাকি মেজাজ হারিয়ে ফেলেন বলে খবর। শুধু তাই নয়, জেরা চলাকালীন একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এমনকি তদন্তকারী অফিসারদের মুখের ওপর পাল্টা প্রশ্নও করেন কাকু। সমস্ত প্রমাণ, তথ্য, নথি,জবানবন্দির ভিত্তিতে প্রশ্ন করা হলেও তিনি সেসব প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেই অভিযোগ। বেশিভাগ প্রশ্নের উত্তরেই নাকি তিনি বলেছেন, ‘জানিনা’ কিংবা ‘বলতে পারবো না’। এইভাবে লাগাতার তদন্তে অসহযোগিতা করার কথাও আদালতে জানানো হবে বলেই জানিয়েছে সিবিআই।

Kalighater Kaku

প্রসঙ্গত আগেও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ব্যাপক সমস্যা তৈরী হয়েছিল। পরে আচমকা চলতি বছরেই জোকা ইএসআই হাসপাতালে  ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। পরে তাকে আবার এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে আনা হয়। এদিন সিবিআই তাকে হেফাজতে নিলেও চিকিৎসকের  পরামর্শ মেনে তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানানো হয়েছে। তবে এবার তদন্তের স্বার্থে সিবিআইও তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার পাশাপাশি কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করতে চাইছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর