বাংলা হান্ট ডেস্কঃ একশো দিনের কাজের পর আবাস যোজনার ক্ষেত্রেও ‘একলা চলো’ নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মঙ্গলবার এই প্রকল্পে টাকা পাঠানো শুরু করেছে রাজ্য। এরপরেই আবাস-প্রাপকদের থেকে যাতে কোনোভাবেই দলের নেতা-কর্মীদের কাটমানি নেওয়ার অভিযোগ না ওঠে, সেটা সুনিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। অতীতে বহুবার রাজ্যের শাসকদলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এবার যাতে তেমনটা না হয়, সেই কারণে কড়া বার্তা দিয়েছে দল।
আবাসে ‘কাটমানি’ নেওয়া রুখতে কড়াকড়ি তৃণমূলের (Trinamool Congress)!
মঙ্গলবার রাজ্যের প্রায় ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার (Awas Yojana) টাকা পাঠানো শুরু করেছে সরকার। তার মধ্যে বীরভূমের ৫২ হাজার ৮৮৫ জনের নাম রয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রশাসন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, মঙ্গল এবং বুধবার অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আগামী ২-৩ দিনের মধ্যে বাকিদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা।
এবার আবাস যোজনার এই উপভোক্তাদের থেকে যাতে কিছুতেই ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ না ওঠে, সেটা নিশ্চিত করতে চাইছে বীরভূম জেলা তৃণমূলের (Trinamool Congress) শীর্ষ নেতৃত্ব। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার আগে দলের নানান বৈঠকে এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার দল সূত্রে জানা যাচ্ছে, লিখিত ভাবে না হলেও বৈঠক করে, হোয়্যাটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নেতা-কর্মীদের একথা জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ’২৪ ডিসেম্বর…’! তিলোত্তমার পরিবার আদালতে যেতেই ঘুরল মোড়? RG kar নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে খবর, কয়েকদিন আগেই ব্লক সভাপতি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার নেতাদের ডেকে বলেছেন, আবাস যোজনার উপভোক্তাদের থেকে যেন কোনও অভিযোগ না আসে। অভিযোগ এলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে দুবরাজপুর ব্লক কোর কমিটির সদস্য বলেন, আবাস নিয়ে যাতে কোনও অস্বচ্ছতা, দুর্নীতি কিংবা গ্রাহকদের থেকে টাকা চাওয়ার অভিযোগ না ওঠে, এই নিয়ে দলের নানান হোয়্যাটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরেও কোনও অভিযোগ উঠলে পুলিশে খবর দেওয়া হবে।
এই প্রসঙ্গে সিউড়ির তৃণমূল (Trinamool Congress) বিধায়ক তথা বীরভূমের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, ‘কে কোথায় কী করছেন, সেটা বলতে পারব না। তবে দলের পক্ষ থেকে এই রকম কোনও নির্দেশ দেওয়া হয়নি’। তবে আবাস যোজনা নিয়ে যদি কোনও অভিযোগ ওঠে সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন বিরোধীরা। সুর চড়িয়েছে সিপিএম, বিজেপি।