বাংলাহান্ট ডেস্ক : সব ধরনের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন পলিসি চালু করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) বা এলআইসি। এলআইসির একটি পেনশন স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত সুরক্ষিত প্রমাণিত হতে পারে। প্রতিমাসে ঝুঁকিবিহীন রোজগারের জন্য বেছে নিতে পারেন এলআইসির (LIC) এই স্কিম।
এলআইসি (LIC) সরল পেনশন প্ল্যান :
এলআইসির জনপ্রিয় প্ল্যানগুলির অন্যতম এলআইসি সরল পেনশন প্ল্যান (Saral Pension Plan)। এই স্কিমে বিনিয়োগ করলে একটা সময় পর প্রতি মাসে পাবেন গ্যারান্টেড পেনশন। অবসরকালীন স্কিম হিসাবে বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে সরল পেনশন প্ল্যান। অবসর গ্রহণের পূর্বে যদি কিছু টাকা এই স্কিমে বিনিয়োগ করা যায় তাহলে প্রতি মাসে পেনশন হিসেবে পেতে পারেন ১২ হাজার টাকা।
৪০ বছরের নিচে যাদের বয়স তারা এই প্ল্যানে বিনিয়োগ (Investment) করতে পারবেন না। ত্রৈমাসিক ভিত্তিতে ন্যূনতম বার্ষিক ৩০০০ টাকা, অর্ধবার্ষিক ভিত্তিতে ৬০০০ টাকা এবং বার্ষিক ভিত্তিতে ১২০০০ টাকা নিতে পারেন বিনিয়োগকারীরা। এই স্কিমে আপনি যেকোনো মূল্য পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
আরোও পড়ুন : দিব্যি ঢুকছে লক্ষ্মীভান্ডার থেকে কন্যাশ্রী! নেই শুধু সরকারি স্কুলের টাকা, ধার করে স্কুল চালাচ্ছেন শিক্ষকরা
LIC এই প্ল্যানে একবার বিনিয়োগ করে বিনিয়োগকারী বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক পেনশন লাভ করতে পারেন। ক্যালকুলেটর অনুযায়ী, যদি আপনার বর্তমান বয়স ৪২ বছর হয়ে থাকে তাহলে মাসে ১২৩৮৮ টাকার পেনশন পাওয়ার জন্য আপনাকে এককালীন ৩০ লক্ষ টাকার একটি বার্ষিকী কিনতে হবে।
www.licindia.in-এ গিয়ে আপনারা বিনিয়োগ শুরু করতে পারেন। ৬ মাস পর প্ল্যান স্যারেন্ডার করার সুবিধাও রয়েছে। এমনকি এই প্ল্যানে রয়েছে ঋণের সুবিধাও। আপনার বিনিয়োগের উপর নির্ভর করবে ঋণের পরিমাণ। তাই যারা অবসরকালীন পেনশনের নিশ্চয়তা চান তারা চোখ বুজে ভরসা করতে পারেন এলআইসি সরল পেনশন প্ল্যানে।