বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতে চারটি টেলিকম অপারেটর মোবাইল পরিষেবা দিয়ে থাকে গ্রাহকদের। এগুলির মধ্যে জিও-এয়ারটেল-ভি কয়েক মাস আগে ব্যাপকভাবে বৃদ্ধি করে ট্যারিফ প্ল্যানের দাম। যদিও রিচার্জের (Recharge) দাম বৃদ্ধির পথে হাঁটেনি বিএসএনএল। এই অবস্থায় বিএসএনএল সস্তায় রিচার্জ প্ল্যান অফার করলেও, প্রযুক্তিগত দিক থেকে সরকারি এই টেলিকম অপারেটর অনেকটাই পিছিয়ে।
আবার দেশের প্রায় প্রত্যেকটি প্রান্তেই 5G পরিষেবা শুরু করে দিয়েছে জিও ও এয়ারটেল। তবে দেশের এই চারটি টেলিকম অপারেটরই ৬০০ টাকার আশেপাশে দুর্দান্ত রিচার্জ (Recharge) প্ল্যান অফার করে গ্রাহকদের। সামান্য দামের হেরফের থাকলেও জিও-এয়ারটেল-ভি ও বিএসএনএলের ট্যারিফ সুবিধার মধ্যে রয়েছে বড় ফারাক। আজকের প্রতিবেদনে দেখে নেব এই চারটি টেলিকম অপারেটরের ৬০০ টাকার আশেপাশের রিচার্জের (Recharge) বৈশিষ্ট্যগুলি।
টেলিকম অপারেটরগুলোর রিচার্জের (Recharge) তফাৎ
Airtel 649 : ৬৪৯ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ৫৬ দিনের ভ্যালিডিটি। ৫৬ দিন ধরে থাকছে আনলিমিটেড ফোন কলস করার সুযোগ। ৬৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা সুবিধা পাবেন। এছাড়া প্রতিদিন ১০০ টি করে বিনামূল্যে এসএমএস করার সুবিধাও থাকছে এই প্ল্যানে। ৩০ দিন পর্যন্ত Xstream Play Premium এক্সেস ও 22টির বেশি OTT সুবিধা পাবেন গ্রাহকরা।
আরোও পড়ুন : আরজি কর কাণ্ডে জেলবন্দি! সেই সন্দীপের বাড়ি নিয়ে ফিরহাদের কাছে জমা পড়ল চিঠি
Jio 666 : ট্যারিফের দাম বৃদ্ধির পর জিওর ৬৬৬ টাকার প্ল্যানের বৈধতা কমে দাঁড়িয়েছে ৭০ দিনে। ৬৬৬ টাকার রিচার্জে জিও গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ফোন কলস ও রোজ ১০০ টি করে এসএমএস। এছাড়াও থাকছে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমার এক্সেস।
Vodafone Idea 666 : ৬৬৬ টাকার এই প্ল্যানের বৈধতা ৬৪ দিন। এই প্যাকে ভি গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ফোন কলস এবং ১০৯ টি করে এসএমএস। এছাড়াও ভি গ্রাহকের জন্য থাকছে Binge All Night এবং Weekend data rollover সুবিধা।
BSNL 666 : ১০৫ দিনের ভ্যালিডিটি সহ এই প্যাকে থাকছে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ফোন কলস এবং ১০০টি করে SMS পাঠানোর সুবিধা। ৬৬৬ টাকার রিচার্জ প্যাকের সাথে বিএসএনএল গ্রাহকরা পেয়ে যাবেন PRBT+ Astrotell এবং Gameon পরিষেবা।