বাংলা হান্ট ডেস্ক: আজ থেকে প্রায় ৩ বছর আগের ঘটনা। সময়টা ২০২১ সালের ৮ই ডিসেম্বর, সেদিন হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াতের (Bipin Rawat)। স্ত্রী মধুলিকা-সহ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন মোট ১৩ জন। আর এই ঘটনা গোটা দেশে সারা ফেলে দেয়। তবে এতদিন তাঁর মৃত্যুর কারণ হিসেবে সকলে বিমান দুর্ঘটনা বলেই জানতেন। কিন্তু ৩ বছর পর এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করা হলো প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। কোন যান্ত্রিক গোলযোগ কিংবা অন্তর্ঘাত নয় বরং সেদিন দেশ সেনার মৃত্যু ঘটেছিল ‘মানবিক ভুল’-এর কারণে। ঠিক কি জানানো হয়েছে এই রিপোর্টে জানুন আজকের প্রতিবেদনে।
বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যুর পিছনে আসল কারণ:
জানা যায়, সেদিন তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটন সেনাঘাঁটি যাওয়ার উদ্দেশ্যে আকাশ পথে এমআই- ১৭, ভি-৫ হেলিকপ্টার চড়ে রওনা দিয়েছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৪ জন। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সেদিন হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার প্রধান কারণ আবহাওয়ার পরিবর্তন। আচমকাই আবহাওয়ার অবনতি ঘটার ফলে হেলিকপ্টার ঢুকে পড়ে মেঘের ভিতর। এমন ঘটে যাওয়ার পরও পাইলটরা সেই পরিস্থিতির কোন আভাস পাননি। রিপোর্ট অনুযায়ী ঠিক এই কারণে স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন’ অর্থাৎ স্থানিক বিভ্রান্তি সৃষ্টি হয়। যার ফলে নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টারটি। আর ঘটে যায় অঘটন।
যদিও এই দাবি নিছক কোনো দাবি নয়। এর আগেও এই একই দাবি উঠে এসেছিল। সেই সময়, এক বিবৃতিতে বায়ুসেনা জানিয়েছিলেন, পাইলটের বিভ্রান্তির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে সেই একই দাবি রিপোর্টে পেশ করা হয়েছে। তবে এবার বিমানের ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিবরণ জানা হয়েছে। সবদিক খতিয়ে, তথ্য বিশ্লেষণ করেই এই রিপোর্ট পেশ হয়েছে বলে জানা যায়। এমনকি বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যুর কারণ হিসেবে এই বিবৃতিকেই সিলমোহর দিয়েছে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
আরও পড়ুনঃ হায় হায়! বাংলাদেশের টাকার এত অধঃপতন!এশিয়ার নিরিখে দাম শুনলে আকাশ থেকে পড়বেন
এই রিপোর্টে আরো দাবি করা হয়, ২০১৭ থেকে ২০২২ অর্থবর্ষে বায়ুসেনায় মোট ৩৪টি দুর্ঘটনা ঘটে। আর ২০২১-২২ অর্থবর্ষে মোট ৯টি দুর্ঘটনা ঘটেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাটি হচ্ছে বিপিন রাওয়াতের (Bipin Rawat) দুর্ঘটনা। যে ঘটনার কথা সকলেই মনে রেখেছেন।
আরও পড়ুনঃ ‘দাদাগিরি করে সরকার পাওয়া যায় না!’, BJP সাংসদকে ধাক্কা মারার প্রতিবাদে রাহুলকে তোপ সৌমিত্র খাঁ-র
প্রসঙ্গত, ২০২১ সালে ৮ই ডিসেম্বর এদিন তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটন সেনাঘাঁটি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। জানা যায়, নীলগিরি পর্বতের নানজাপ্পান চাথীরামের কাত্তেরি পার্কের জঙ্গলে ভেঙে পড়েছিল। আর সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। তারপর থেকেই বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যুকে ঘিরে ঘিরে বিভিন্ন রকমের তথ্য উঠে আসে। এবার সেই রহস্যের অবশেষে জট কাটলো।