বাংলা হান্ট ডেস্কঃ সব আশায় জল। গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডিসেম্বরের ২১ তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই আশায় এবারেও অ্যালেন পার্ক ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠানে দিকে চেয়ে ছিলেন সকলে। তবে ডিএ (DA) নিয়ে কোনো ভালো খবর আসেনি। যা নিয়ে হতাশা দেখা দিয়েছে সরকারি কর্মীদের মধ্যে। এরই মাঝে আরও খারাপ খবর সরকারি কর্মীদের একাংশর জন্য।
বছর শেষে ডিএ আদায়-সহ একাধিক দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তবে আদালত সাফ জানিয়ে দিল, ওই এলাকা অত্যন্ত ‘স্পর্শকাতর’ তাই নবান্ন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আর কোনও ধর্না বা অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না।
বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্ট নবান্ন বাসস্ট্যান্ডের পরিবর্তে সংলগ্ন মন্দিরতলা বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি করার প্রস্তাব দেয়। তবে তা মানতে চাননি সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্ব। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ। চলতি বছর দু দফায় ডিএ বাড়লেও তাতে তাতে চিড়ে ভেজেনি।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। চলতি বছর দু’বার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন: ‘দাদাগিরি করে সরকার পাওয়া যায় না!’, BJP সাংসদকে ধাক্কা মারার প্রতিবাদে রাহুলকে তোপ সৌমিত্র খাঁ-র
এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সরকার তরফে কিছু না জানানো হলেও অনেকেই আশা করছিলেন ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এবারও ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন। তবে তা হয়নি। ওদিকে বারংবার ডিএ মামলায় শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়া নিয়েও আশাহত সরকারি কর্মীরা। আগামী বছর জানুয়ারি মাসে ফের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আপাতত সেই দিকে তাকিয়ে সকলে।