কলকাতা মেট্রোয় বাধ্যতামূলক বাংলা!পুর অধিবেশনে প্রস্তাব অরূপের, সব জেনেও মেয়র যা বললেন…..

বাংলাহান্ট ডেস্ক : গত মঙ্গলবার হাওড়া মেট্রো স্টেশনে টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলার জন্য মেট্রোর কর্মীদের তরফ থেকে ‘বাংলাদেশী’ তকমা পেয়েছিলেন এক যাত্রী। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও ঘটনাটিকে নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে।

মেট্রো নিয়ে মেয়রের (Firhad Hakim) মন্তব্য

এবার সেই ঘটনার আঁচ এসে পড়ল কলকাতা পুরসভার অধিবেশনেও। আজ পুরসভার অধিবেশনে কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা (Councillor) অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) কলকাতা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার সহ একাধিক জায়গায় বাংলা ভাষা বাধ্যতামূলক করার প্রস্তাব রাখেন।

Kolkata Metro firhad Hakim

অধিবেশনে বক্তৃতায় অরূপ চক্রবর্তী বলেন, শেষ আদমশুমারি অনুযায়ী এ রাজ্যের ৮৬ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তাদের মধ্যে ৮৩ শতাংশ মানুষ অন্য ভাষা জানেন না। হিন্দি বা অন্য ভাষায় কথা বলাটা অপরাধ নয়। তবে যারা অন্য ভাষায় কথা বলতে পারেন না তাদের কথোপকথন চালাতে সমস্যার সম্মুখীন হতে হয়।

আরোও পড়ুন : ‘কনফিডেনশিয়াল’ নামে এই অজানা ঠিকানায় ব্ল্যাঙ্ক চেক পাঠাতেন মানিক! অবশেষে পর্দাফাঁস করল ED

অরূপ বাবু আরো বলে, বাংলা ভাষার শহীদরা তাদের নিজেদের জীবন দিয়ে মাতৃভাষার প্রতি ভালবাসা প্রকাশ করে গেছেন। বাংলা না জানাটাও অপরাধ নয়। তবে বাংলায় ব্যবসা করতে গেলে বা কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বাংলা জানা লোক রাখতে হবে। মেট্রো হতে পারে, রেল হতে পারে, ব্যাংক বা পোস্ট অফিস হতে পারে, সেখানে বাংলা জানা লোক নিয়োগ করতে হবে।

ফলে মেট্রো স্টেশনসহ একাধিক জায়গায় বাধ্যতামূলক করতে হবে বাংলা তা একপ্রকার স্পষ্ট হয়ে যায় পুরসভার অধিবেশনে অরূপ চক্রবর্তীর প্রস্তাবে। এবার তার জবাব হিসেবে মেয়রের (Firhad Hakim) মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। অরূপ চক্রবর্তীর বক্তব্যের প্রেক্ষিতে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, কলকাতা মেট্রোয় যা ঘটেছে তা অত্যন্ত স্পর্শকাতর ঘটনা।

আমরা এই বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। বাংলা ভাষা শুধুমাত্র বাংলাদেশের নয়, বাংলা ভারতেরও ভাষা। আমাদের সবার ভাষা। মেট্রো কর্তৃপক্ষের কাছে আমরা প্রস্তাব জানাব কাউন্টারে এমন কর্মচারী রাখা হোক যিনি অবশ্যই যেন বাংলা ভাষায় পারদর্শী হন। যে ঘটনা ঘটেছে কলকাতা কর্পোরেশনের হাউস থেকে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর