বড়বদল কলকাতা মেট্রোয়! বড়দিনের আগেই যাত্রীদের জন্য অপেক্ষা করছে সুখবর

বাংলাহান্ট ডেস্ক : বড়দিনের আগেই কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য এল বড় সুখবর। ব্লু লাইনের সব মেট্রো (Metro) এবার থেকে যাবে প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত। কলকাতা মেট্রোর ব্লু লাইনে দমদম বা নোয়াপাড়া আর প্রান্তিক স্টেশন থাকছে না, ব্লু লাইনে দক্ষিণেশ্বর হতে চলেছে প্রান্তিক মেট্রো স্টেশন।

মেট্রো (Metro) যাত্রীদের জন্য সুখবর 

আর কয়েকদিন পর বড়দিন। তারপর শুরু হয়ে যাবে নতুন বছর। সব মিলিয়ে এখন উৎসবের আমেজ চারদিকে। এই আবহে যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে আসল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে (Metro Railway) খবর, নতুন সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে আগামী ২৩ ডিসেম্বর, সোমবার থেকে।

Kolkata Metro firhad Hakim

সোমবার থেকে ব্লু লাইনের (Blue Line) সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। মেট্রোর (Metro) এই সিদ্ধান্তে উপকৃত হবেন নোয়াপাড়া, বরানগর, দক্ষিণেশ্বরের যাত্রীরা। কবি সুভাষ থেকে আসা সব মেট্রো এতদিন দক্ষিণেশ্বর পর্যন্ত স্টপেজ দিত না। অধিকাংশ ট্রেন দমদম স্টেশনেই শেষ করত যাত্রা।

আরোও পড়ুন : বিকেলে আরও বাড়বে বৃষ্টি? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে? আবহাওয়ার আপডেট

অনেকেই দমদম স্টেশনে নেমে অন্য উপায়ে পৌঁছাতেন দক্ষিণেশ্বর (Dakshineswar)। এমনকি অফিস টাইমে মাত্রাতিরিক্ত ভিড়ে দমদম স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কির ছবিও বিরল নয়। বর্তমানে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো (Metro) চলাচল করে ১৮ মিনিট অন্তর। তবে এই ব্যবধান কমিয়ে ৭ মিনিটে আনা হয়েছে।

metro 4

আগামী সোমবার থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫০মিনিটে। এতদিন সকাল সাতটায় ছাড়ত প্রথম মেট্রো। অন্যদিকে, কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়ার সময় একই রয়েছে। পাশাপাশি, সময় বদল হয়নি রাতের বিশেষ মেট্রোটিরও। এখনকার মতই কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রোটি ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর