জমি অধিগ্রহণ নিয়ে রাজ্যের পক্ষে বিরাট রায়! কী বলল কলকাতা হাইকোর্ট?

বাংলা হান্ট ডেস্কঃ জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলা। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা যাচ্ছে, মেট্রো রেলের সম্প্রসারণের জন্য শহর কলকাতা সংলগ্ন একটি জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা যায়। সেই জল গড়ায় উচ্চ আদালত অবধি। এবার সেই মামলা নিষ্পত্তি করেই বড় নির্দেশ দেন বিচারপতি অনিরুদ্ধ রায়।

কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

আদালত সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি মেট্রোর (Kolkata Metro) সম্প্রসারণের জন্য রাজ্যের তরফ থেকে দ্বিতীয় পর্যায়ে অধিগ্রহণের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই অঞ্চলে প্রথম পর্যায়ে অধিগ্রহণের ক্ষেত্রে মামলাকারীর তরফ থেকে কোনও আপত্তি তোলা হয়নি। তবে দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তির ক্ষেত্রে তাঁর জমি বিজ্ঞপ্তির মধ্যে এসে যাওয়াতেই জটিলতা সৃষ্টি হয়। সেই জল গড়ায় উচ্চ আদালত অবধি।

এবার সেই মামলাতেই হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, বৃহত্তর জনস্বার্থে নিজের অধিকার বলে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে পারে রাজ্য। এটি আইনত সিদ্ধ। এক্ষেত্রে জনস্বার্থে রাজ্য সরকার চাইলে ব্যক্তিগত মালিকানাধীন জমি হস্তান্তর করতে পারে। জমি অধিগ্রহণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া এই মামলার নিষ্পত্তি করে সম্প্রতি এই নির্দেশ দেন জাস্টিস অনিরুদ্ধ রায়।

আরও পড়ুনঃ সপ্তাহে ৪ দিন বন্ধ রেশন দোকান! এবার কড়াকড়ি সরকারের! নয়া নির্দেশিকা জারি হতেই শোরগোল

হাইকোর্টের মতে, যদি বৃহৎ স্বার্থে আইনি পথে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণের প্রক্রিয়া হয়, তাহলে সেটা ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়ে যায়। দরকার পড়লে রাজ্য (Government of West Bengal) নিজের ক্ষমতাবলে কোনও ব্যক্তির কাছ থেকে জমি নিতে পারে।

Calcutta High Court

এদিকে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ওই এলাকায় প্রথমে যে পথে লাইন হওয়ার কথা ছিল, তার অধীন নেপাল দূতাবাসের জমি ছিল। কিন্তু তারা সেই জমি দিতে রাজি হননি। মামলাকারীর অভিযোগ, প্রথমে যে পথে লাইন হওয়ার কথা ছিল, সেখানে তার জমি অধিগ্রহণের আওতায় ছিল না। তবে নেপাল দূতাবাসের তরফ থেকে জমি দেওয়ায় আপত্তি জানানো হতেই অন্য পথে লাইন করার পরিকল্পনা করা হয়। সেই পথে তাঁর জমি চলে আসতেই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন মামলাকারী। এবার সেই মামলাতেই আদালত জানিয়ে দিল, বৃহত্তর স্বার্থে নিজের অধিকারবলে ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে পারে রাজ্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর