বড়দিনের আগেই কলকাতাবাসীর জন্য বিরাট উপহার! এই রাস্তার নতুন নাম দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বড়দিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বাসীর (West Bengal) জন্য আগেই ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্গাপুজো-কালীপুজোর মতোই বড়দিন (Christmas) সেলিব্রেশনেও কোনো খামতি রাখতে চান মমতা। তাই আলো ঝলমলে পার্কস্ট্রীটের রাস্তায় বড়দিনের উদযাপনকে এবার এক আলাদাই গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতার এই বিখ্যাত রাস্তার নতুন নাম দিলেন মমতা (Mamata Banerjee)

ইতিমধ্যেই কলকাতার অ্যালেন পার্কে শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস কার্নিভাল। যা চলবে আগামী ৩০ ডিসেম্বর সোমবার পর্যন্ত। বৃহস্পতিবার বড়দিনের উৎসবের উদ্বোধন করতে এসে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানিয়েছেন বড়দিন উপলক্ষে আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্কে কোন গাড়ি চলবে না। ওইদিন এই জায়গা ‘ওয়াকিং স্ট্রিটে’ পরিণত হবে।

শুধু তাই নয় বড়দিন উপলক্ষ্যে কলকাতা বাসীর জন্য আরও এক উপহার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার পার্ক স্ট্রিট এলাকার ‘শর্ট স্ট্রিট’-এর নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজের বড়দিনের জমায়েতের অনুষ্ঠান থেকেই কলকাতার এই রাস্তার  নতুন নামকরণ করে ‘সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সরণি’ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: মমতাকে অভিযোগ জানিয়েই কেল্লা ফতে! আবাসের পাকা বাড়ি পেল ৬২৭ পরিবার

 হঠাৎ করে নাম পরিবর্তন করা হল কেন?

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেন্ট জেভিয়ারকে শ্রদ্ধা জানিয়েই এই শর্ট স্ট্রিটের নাম পরিবর্তন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্য সরকার। জানা যাচ্ছে নতুন নামকরণের পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ইতিমধ্যেই ওই রাস্তায় বোর্ড বসানোরও নির্দেশ দিয়েছেন মমতা।

Mamata Banerjee

শর্ট স্ট্রিটের নতুন নামকরণের পর তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেছেন, ‘সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের আগে দারুন উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ এখানে বলে রাখা ভালো, সেন্ট জেভিয়ার ছিলেন ষোড়শ শতকের এক পর্তুগিজ সম্রাটের দূত। সেসময় প্রথম ভারতের গোয়ায় এসেছিলেন তিনি। তারপর থেকেই তিনি শুরু করেন ধর্মপ্রচার। সেসময় বহু মানুষ তাঁর কথায় অনুপ্রাণিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। আর এবার তাঁকে শ্রদ্ধা জানাতেই বড় দিনের আগে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর