গুকেশকে নিয়েই ব্যস্ত সবাই! বিশ্বকাপে খেলতে ভিসা না পেয়ে সাহায্য চাইছেন ভারতের এক নম্বর দাবাড়ু অর্জুন

বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের তারকা দাবাড়ু ডি গুকেশ। কিন্তু, এই আবহেই ভারতের এক নম্বর দাবাড়ু অর্জুন এরিগেসি (Arjun Erigaisi) বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত ওয়ার্ল্ড র‌্যাপিড অ্যান্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগেসির ভিসা জারি করেনি আমেরিকা।

সাহায্য চাইছেন অর্জুন (Arjun Erigaisi):

পাশাপাশি, ইতিমধ্যেই অর্জুন (Arjun Erigaisi) এই বিষয়ে আমেরিকার কাছে আবেদন করেছেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২৬ থেকে ৩১ ডিসেম্বর নিউ ইয়র্কে সম্পন্ন হতে চলেছে এই চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ, নির্ধারিত সূচি অনুযায়ী, এই চ্যাম্পিয়নশিপের জন্য আর ১ সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। এমতাবস্থায়, অর্জুন US দূতাবাসের কাছে তাঁর দ্রুত ভিসা প্রাপ্তির জন্য আবেদন করেছেন।

 Arjun Erigaisi is seeking help for not getting visa.

বিদেশ মন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন এরিগেসি: বর্তমানে বিশ্বের চার নম্বর স্থানে থাকা অর্জুন (Arjun Erigaisi) ভিসা পেতে ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও অল ইন্ডিয়া চেস ফেডারেশনের (AICF) কাছে সাহায্য চেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন সহ বিশ্বে তৃতীয় স্থানে থাকা ফ্যাবিয়ানো কারুয়ানা, ইয়ান নেপোমনিয়াচ্চি এবং বরিস গেলফান্ড সহ প্রায় ৩০০ জন দাবাড়ু এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।

আরও পড়ুন: ফিরল ৯/১১-র স্মৃতি! ইউক্রেনের ড্রোন আচমকাই হামলা চালাল রাশিয়ার বহুতলে, ভাইরাল ভিডিও

এরিগেসি সম্প্রতি 2800 ELO রেটিং অর্জন করেছেন: ইতিমধ্যেই অর্জুন (Arjun Erigaisi) সোশ্যাল মিডিয়ায় মার্কিন দূতাবাসকে উদ্দেশ্য করে বলেছেন যে, তিনি ভিসার জন্য তাঁর পাসপোর্ট জমা দিয়েছেন। তবে এটি এখনও তাঁর কাছে পৌঁছয়নি। এরিগেসি সম্প্রতি দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বব্যাপী ১৬ তম খেলোয়াড় হয়েছেন যিনি তারকা দাবাড়ু বিশ্বনাথন আনন্দের পরে 2800-র ELO রেটিং অর্জন করেছেন।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ! ভারতের এই তারকা ক্রিকেটারের নামে জারি গ্রেফতারি পরোয়ানা

ভারতীয় গ্র্যান্ডমাস্টার সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছেন: এরিগেসি (Arjun Erigaisi) “X” মাধ্যমে লিখেছেন, “ভারতে আমেরিকার দূতাবাসের কাছে গত সপ্তাহে আমি ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য আমার পাসপোর্ট জমা দিয়েছি এবং আমি এখনও এটি ফেরত পাইনি। আমি আপনাদের অনুরোধ করছি যে দয়া করে প্রক্রিয়াটি ত্বরান্বিত করুন এবং ওয়ার্ল্ড র‌্যাপিড অ্যান্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপের জন্য নিউ ইয়র্কে যাওয়ার জন্য আমার পাসপোর্টটি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দিন। কেউ যদি আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন তাহলে আমাকে সরাসরি মেসেজ করুন।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর