বাংলা হান্ট ডেস্ক: IPL এবং ভারতীয় দলে দাপট দেখানোর পর এবার রিঙ্কু সিং নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রিঙ্কু। এদিকে, শনিবার থেকেই এই টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথমবারের মতো উত্তরপ্রদেশের অধিনায়কত্ব পেয়েছেন রিঙ্কু। তবে, শুধু ঘরোয়া ক্রিকেটেই নয়, IPL-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর হয়েও রিঙ্কু অধিনায়কত্বের ক্ষেত্রে সবথেকে শক্তিশালী বলে মনে করছেন কিছুজন। যদিও, এই আলোচনায় খুব একটা প্রভাবিত নন রিঙ্কু।
কি জানালেন KKR (Kolkata Knight Riders)-এর তারকা প্লেয়ার:
বিজয় হাজারে ট্রফির আগে, রিঙ্কু সিং IPL নিয়ে তাঁর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নিজের মনোভাব জানান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবারের IPL-এ রিঙ্কুকে শুধু ব্যাটিং নয়, বোলিং করতেও দেখা যাবে। এই প্রসঙ্গে রিঙ্কু সিং বলেন, “আমি UPT20 লিগে অফ-স্পিন বোলিংয়ের চেষ্টা করেছি। আজকাল, সমস্ত দলই একজন খেলোয়াড় এবং একজন ক্রিকেটারের কাছ থেকে একটি সম্পূর্ণ প্যাকেজ দাবি করে। যিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংও করতে পারেন। এখন আমি আমার বোলিংয়েও মনোযোগ দিচ্ছি।”
KKR-এর অধিনায়কত্ব নিয়ে কি বললেন রিঙ্কু: এছাড়াও, রিঙ্কু সিং KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়কত্ব নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “গত বছর IPL-এ যখন আমি পরপর পাঁচটি ছক্কা মেরেছিলাম, তখনও টিম ইন্ডিয়ার অংশ হওয়ার কথা ভাবিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে।”
আরও পড়ুন: পুরনো গাড়ি কেনাবেচার আগে হয়ে যান সাবধান! সরকারের এই একটি সিদ্ধান্তেই মাথায় হাত আমজনতার
তিনি আরও জানান, “এমনকি এখন আমি অনুভব করি যে ঈশ্বর যদি আমার জন্য কিছু নির্ধারণ করে থাকেন তাহলে আমি অবশ্যই তা পাব। তবে একই সাথে, আমাকে আমার কাজের জন্যও কঠোর পরিশ্রম করতে হবে।”
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একইসাথে এই ব্যাঙ্ক এবং ফাইন্যান্স কোম্পানির ওপর বিপুল জরিমানা RBI-এর
এর পাশাপাশি রিঙ্কু আরও জানান, যেভাবে KKR-এর অধিনায়কত্বের জন্য তাঁর নাম নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টা তাঁকে প্রভাবিত করবেনা। তবে, দলের প্রতিটি ভূমিকার জন্য নিজেকে তিনি প্রস্তুত রাখছেন। জানিয়ে রাখি যে, KKR গত মরশুমে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখেনি। এমন পরিস্থিতিতে দল এখন নতুন অধিনায়ক খুঁজছে। আর সেইজন্যই বারংবার রিঙ্কু সিংয়ের নাম সামনে আসছে।