কুকুর পোষেন শাহরুখের নামে, আড়ালে ডাকতেন ‘তোতলা’ বলে! ফের বোমা ফাটালেন অভিজিৎ

বাংলাহান্ট ডেস্ক : একসময় তাঁরা ছিলেন পরস্পরের পরিপূরক। দুজনের নাম উচ্চারিত হত একসঙ্গে। তেমনি তাঁরা একসঙ্গে থাকা মানেই ছবি সুপারহিট, গান সব সুপারহিট। কিন্তু এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে তাঁদের মধ্যে। কথা হচ্ছে শাহরুখ খান এবং অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) ব্যাপারে। এই অভিনেতা গায়কের জুটি একসময় ছিল সুপার ডুপার হিট। শাহরুখের লিপে বহু গান গেয়েছেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)। কিন্তু এখন অভিনেতার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতে দেখা যায় তাঁকে।

শাহরুখকে নিয়ে ফের বিষ্ফোরক অভিজিৎ (Abhijeet Bhattacharya)

শাহরুখ এবং অভিজিতের (Abhijeet Bhattacharya) মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বেশ অনেকদিন। এর আগেও অভিনেতার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার ফের একবার বিষ্ফোরণ ঘটালেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)। ১৭ বছর আগে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন অভিজিৎ।

Abhijeet bhattacharya again opened up about Shahrukh

শাহরুখকে নিয়ে স্পষ্ট কথা গায়কের: শাহরুখের বিষয়ে তিনি বলেন, “আমি কখনো ওঁকে কটু কথা বলিনি। অনেকেই তা করেছিলেন। কেউ তাঁর নামে কুকুর পুষেছিলেন, তাঁর সহকর্মীরা। তারপর ফারাহ খান কুন্দরের স্বামী তাঁকে অপমান করেছিলেন। তারপর দুজনে আলিঙ্গন করে সমস্যা মিটিয়ে নেন। আমার সমস্যা হল আমি নিজের যন্ত্রণাটা প্রকাশ করছিলাম।”

আরো পড়ুন : দেখা করলেন রামায়ণ-মহাভারতের আরবি অনুবাদকদের সঙ্গে! মধ্যপ্রাচ্যের দেশে বড় চমক পেলেন মোদী

অভিমান পুষে রেখেছেন অভিজিৎ: অভিজিতের (Abhijeet Bhattacharya) কথায় স্পষ্ট হয়ে ওঠে অভিমান। তিনি জানান, শাহরুখের থেকে কখনোই ক্ষমা আশা করেননি তিনি। তবে তিনি যেহেতু বয়সের দিক দিয়ে সিনিয়র তাই একবার এসে তাঁকে স্নেহ করে ডাকতেই পারতেন। কিন্তু শাহরুখ সম্পূর্ণ উপেক্ষা করে গেলেন তাঁকে। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গেও নিজেদের তুলনা করেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)।

আরো পড়ুন : বাবার থেকেও সুপুরুষ, পরপর অডিশনে ফেল করে অবশেষে বলিউডে আসছেন গোবিন্দা-পুত্র

তবে এই সাক্ষাৎকারে শাহরুখের সহকর্মীদের নাম না করেই কটাক্ষ করেন গায়ক। তিনি দাবি করেন, অনেকে নাকি কিং খানকে তারকা বলে মনে করতেন না। এমনকি আড়ালে নাকি তাঁকে ‘হাকলা’ (তোতলা) বলেও ডাকতেন কয়েকজন। অভিজিৎকে তাঁরা বলতেন, ‘তোতলা’র জন্য গাইছেন তিনি। তবে অভিজিতের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, এখনো শাহরুখের জন্য সম্মান রয়েছে তাঁর মনে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর