বাংলাহান্ট ডেস্ক : তিনি বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বড় স্টার। আন্তর্জাতিক স্তরেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে এসবের পাশাপাশি তিনি একজন দায়িত্ববান বাবাও বটে। যিনি সন্তানদের যেকোনো বিপদে আপদে, দরকারে থাকেন পাশে। তিনি শাহরুখ খান (Shahrukh Khan)। তিন ছেলে মেয়ের গর্বিত বাবা তিনি। যদিও তাঁকে দেখে সেকথা বোঝা দায়। আজো বহু তরুণীর বুকের ধুকপুক বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন শাহরুখ (Shahrukh Khan)। বড় ছেলে আরিয়ানের থেকেও মহিলা মহলে শাহরুখের জনপ্রিয়তা বেশি।
শাহরুখের (Shahrukh Khan) সম্পর্কে জানতে আগ্রহী সকলেই
গোটা বিশ্বে প্রায় সর্বত্র রয়েছে কিং খানের ভক্ত। তাঁদের মধ্যে এমন অনেক ‘ডাই হার্ড ফ্যান’ রয়েছে যারা কিনা তাঁর বিষয়ে ছোট থেকে ছোট তথ্যও জানেন। অবশ্য শাহরুখ (Shahrukh Khan) নিজেও বহুবার ভক্তদের নানান জিজ্ঞাসার উত্তর দিয়েছেন। তিনি কখন ঘুম থেকে ওঠেন, রাতে কতটুকু ঘুমান, তাঁর প্রিয় খাবার থেকে শুরু করে প্রিয় সুগন্ধি সবকিছুরই খোঁজ রাখেন ভক্তরা। তবে শাহরুখের ফোনের ওয়ালপেপারে কী রয়েছে তা কি কেউ জানেন?
অভিনেতার ফোনের ওয়ালপেপার কী: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখের (Shahrukh Khan) ফোনের ওয়ালপেপার স্পষ্ট দেখা গিয়েছে। ছোট ছেলে আব্রামের জন্য সম্প্রতি ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে গিয়েছিলেন কিং খান। সেখানকারই একটি ছবিতে ধরা পড়েছে তাঁর ফোনের ওয়ালপেপার। কিন্তু সেখানে কার ছবি রয়েছে?
আরো পড়ুন : শ্রীদেবীর সঙ্গে পরকীয়া বনির, বাবা মায়ের বিচ্ছেদে নষ্ট হয়েছিল শৈশব, বিষ্ফোরক অর্জুন
কার ছবি রয়েছে সেখানে: ভাইরাল ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে শাহরুখের (Shahrukh Khan) মোবাইল ফোনের ওয়ালপেপার। কৌতূহলী নেটিজেনরা বুঝেও গিয়েছেন সেখানে কার ছবি রয়েছে। না, কোনো নায়িকা, এমনকি স্ত্রী গৌরির ছবিও রাখেননি শাহরুখ (Shahrukh Khan)। বরং সেখানে রয়েছে তাঁর ছোট ছেলে আব্রামের একটি মিষ্টি ছবি। এর থেকেই স্পষ্ট ছোট ছেলেকে কার্যত চোখে হারান শাহরুখ।
আরো পড়ুন : কুকুর পোষেন শাহরুখের নামে, আড়ালে ডাকতেন ‘তোতলা’ বলে! ফের বোমা ফাটালেন অভিজিৎ
প্রসঙ্গত, তিন সন্তানের মধ্যে ছোট ছেলে আব্রামকে একটু বেশিই দেখা যায় অভিনেতার সঙ্গে। মন্নতের ব্যালকনি থেকে হাত নাড়া হোক বা আইপিএলের সময় গ্যালারিতেও আব্রামকে বাবার পাশেই দেখা যায়। সম্প্রতি ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিতে ছোট্ট মুফাসার হয়ে কণ্ঠও দিয়েছে বছর ১১-র আব্রাম।