বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যতগুলি ক্লাসিক তকমা প্রাপ্ত ছবি রয়েছে তার মধ্যে অন্যতম ‘ববি’ (Bobby)। রাজ কাপুরের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন তাঁর ছেলে ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়া। সে সময়কার সবথেকে হিট ছবি ছিল ববি (Bobby)। এমনকি আজো সিনেপ্রেমীদের মধ্যে এই ছবি নিয়ে চর্চা হয়। কিন্তু জানেন কী, ববি এত হিট হওয়ার আসল রহস্য?
বদলানো হয় ‘ববি’র (Bobby) এন্ডিং
শোনা যায়, ‘মেরা নাম জোকার’ ছবিটি ফ্লপ হওয়ার পর যা অর্থ বাকি ছিল সবটা ববির (Bobby) জন্য ঢেলে দিয়েছিলেন রাজ কাপুর। কিন্তু ববির জন্য প্রথমে যা এন্ডিং ভাবা হয়েছিল তা পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের জন্যই সুপারহিট হয় ছবিটি। আর এর সম্পূর্ণ কৃতিত্ব অভিনেতা প্রেম নাথের। ছবিতে তিনি ডিম্পলের বাবার চরিত্রে ছিলেন।। তাঁর প্রস্তাব মেনেই ছবির শেষটা বদলান রাজ কাপুর।
প্রথমে কী ছিল চিত্রনাট্যে: সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নাথের ছেলে মন্টি জানান, রোমিও জুলিয়েট, লায়লা মজনুর মতো ববিও (Bobby) ছিল একটি প্রেম কাহিনি, যেখানে শেষে নায়ক নায়িকা মারা যায়। প্রথমে ঠিক ছিল, ঋষি এবং ডিম্পল পাহাড়ের চূড়ায় থেকে জলে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করবে। কিন্তু শেষটা একটু বদল করেন প্রেম নাথ। ঝাঁপ দেওয়ার পর আসে ক্লাইম্যাক্স।
আরো পড়ুন : প্রকাশ্যেই গোপন প্রেমের স্বীকৃতি! একটি সাক্ষর বিতর্কের ঝড় তুলেছিল উত্তম-সুচিত্রার পরিবারে
কার কথায় বদলায় এন্ডিং: প্রেম নাথ রাজ কাপুরকে বলেছিলেন, দুঃখের শেষ না রেখে বরং ছবিটিকে হ্যাপি এন্ডিং করতে। ক্লাইম্যাক্সে তাঁর এবং প্রাণ এর চরিত্র (ছবিতে ঋষির বাবা) জলে ঝাঁপ দিয়ে ছেলেমেয়েদের প্রাণ বাঁচাবেন। সকলে মিলে একসঙ্গে হাসিমুখে হবে ছবির এন্ডিং।
আরো পড়ুন : আরিয়ানের ডেবিউ থেকে ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজন, একগুচ্ছ ওয়েব সিরিজ আসছে ২০২৫-এ
রাজ কাপুরের মনে ধরেছিল প্রস্তাবটি। উপরন্তু প্রেম নাথ সম্পর্কে ছিলেন তাঁর শ্যালক। তাঁর কথা মতোই তিনি বদলে দেন ছবির শেষটা। আর তাতেই হয়ে যায় কামাল। নিমেষে হিট হয় ববি (Bobby)। দর্শকরা অফুরান ভালোবাসা দিয়েছিল ছবিটিকে। ১৯৭৩ এর সবথেকে সফল ছবিও ছিল ববি।