নিয়োগ মামলায় নতুন মোড়! পার্থর জামাই কল্যাণময়ের জামিন নিয়ে বিরাট নির্দেশ 

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দু’বছরের বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্তদের মধ্যে জামিন পেয়েছেন অনেকেই। যদিও এখনও পর্যন্ত এই মামলায় জামিন পাননি এই মামলার অন্যতম মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থর (Partha Chatterjee) জামাই কল্যাণময়ের জামিন নিয়ে বিরাট নির্দেশ

বারবার খারিজ হয়ে গিয়েছে তার জামিনের আবেদন। এই নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের সাথেই নাম জড়িয়েছিল তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের (Kalyanmay Bhattachrya)। নিয়োগ মামলার পঞ্চম চার্জশিটে নাম ছিল তার। আমেরিকাবাসী জামাইকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা। আর এবার দেশে ফিরতেই এই মামলায় কিছুটা স্বস্তি পেলেন কল্যাণময়। অবশেষে সোমবার সকালেই বিচারক তাকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন।

নির্দেশ মতো সোমবার সকালেই সিবিআই আদালতে সশরীরে হাজির হয়েছিলেন কল্যাণময়। সেখানে আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। এদিন কল্যাণময়বাবুর কাছে জানতে চাওয়া হয় তাকে এই মামলায় জেরা করা হয়েছে কিনা? উত্তরে তিনি বলেন হ্যাঁ করা হয়েছে। এরপরেই বিচারক জানান তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়নি, তাই তাকে জামিন দেওয়া হল।

আরও পড়ুন: নিজের ইচ্ছামতো হাবিজাবি পোস্ট! মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে ধমক খেল বিধায়করা

তবে শর্ত হিসেবে আদালত জানিয়ে দিয়েছে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি ভারত ছেড়ে যেতে পারবেন না। অন্যদিকে আগামী বছরেই ২ জানুয়ারি থেকে খুলে যাচ্ছে কল্যাণমায়ের অফিস। তাই আমেরিকায় ফেরার আবেদন জানান তিনি। কিন্তু এদিন সেই আবেদন মঞ্জুর করনানি বিচারক। ইতিমধ্যেই শুরু হয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া। সেখানে হাজির থাকতে হতে পারে কল্যাণময়কে।

Order 1

কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা এই মামলার তদন্ত নেমে পিংলায় একটি অভিজাত মানের স্কুলের হদিশ পেয়েছিলেন। ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) স্ত্রীর নামে। পরে জানা যায় ওই অভিজাত স্কুলটির চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। পরে তাকে এই মামলায় একাধিকবার তলব করা হয়েছিল।

২০২২ সালে এই মামলায় হাজিরা দিয়েছিলেন কল্যাণময়। অন্যদিকে সোমবার আদালতে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আরও  একবার দাবি করেছেন এই দুর্নীতির সঙ্গে নাকি তার কোন যোগ নেই। ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর