বাড়ি তৈরির চিন্তা শেষ! এবার টাকা দেবে সরকার! এই প্রকল্পের সুবিধা কারা পাবে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ নিজের বাড়ির স্বপ্ন কমবেশি প্রায় প্রত্যেক মানুষই দেখেন। তবে এখন দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই স্বপ্ন ক্রমেই যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই আবহে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই রাজ্যের লক্ষাধিক মানুষকে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য। এরপর আরও দু’টি কিস্তিতে বাকি টাকা দেওয়া হবে।

এই সরকারি প্রকল্পের সুবিধা কারা পাবেন (Banglar Bari)?

দেশের আর্থিকভাবে দুর্বল মানুষদের বাড়ি তৈরিতে সাহায্য করতে অনেক আগেই কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) শুরু করা হয়েছিল। তবে দীর্ঘদিন হয়ে গেল বাংলাকে এই প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না। ফলে এক্ষেত্রে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে রাজ্য।

এই স্কিমের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বাড়ি তৈরির জন্য টাকা দেয় সরকার। এই আবহে কারা এই প্রকল্পে আবেদন করতে পারেন, কীভাবে আবেদন করতে হয়, কী কী নথিপত্র দরকার হয় এমন নানান প্রশ্ন মাথাচাড়া দিয়েছে।

আরও পড়ুনঃ কুন্তল, মানিকদের বড় ‘চাল’! ঘুরে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার মোড়? তোলপাড় রাজ্য

রিপোর্ট বলছে, বাংলার বাড়ি (Banglar Bari) স্কিমে আবেদন করতে হলে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সেই সঙ্গেই পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে হবে না। বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে এবং বয়স কমপক্ষে ১৮ বছর হতেই হবে। সেই সঙ্গেই যে সকল ইচ্ছুক ব্যক্তির বিপিএল কার্ড রয়েছে এবং নিজেদের বাড়ি নেই তাঁরা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।

Awas Yojana Banglar Bari

জানা যাচ্ছে, অনলাইন এবং অফলাইন দু’ভাবেই বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের জন্য আবেদন করা যায়। যারা অনলাইনে আবেদন করতে চান তাঁরা সেভাবে করে নিতে পারেন। আর যারা অফলাইনে স্বচ্ছন্দ বোধ করেন, তাঁদের নিজের এলাকার বিডিও অফিসে যেতে হবে। সেখান থেকে বাংলার আবাস যোজনার আবেদনপত্র নিয়ে আবেদন করতে পারেন। এর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাসবই, বর্তমান বাড়ির রঙিন ছবি সহ বেশ কিছু নথিপত্র দরকার হতে পারে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর